অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজ । Ayodhya Ram Mandir Inauguration LIVE Updates
আরও পড়ুন: যোগব্যায়াম প্রশিক্ষণের প্রবণতা বাড়ছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেও
এত আয়োজনের মাঝে অযোধ্যার মন্দিরে প্রদীপ জ্বালানো নিয়ে বড় উদ্যোগ গ্রহণ করল বীরভূমের তিন যুবক। বীরভূম জেলার নলহাটি থেকে সাইকেলে করে ডিসেম্বর মাসের ২৫ তারিখ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। নলহাটি শহর থেকে প্রায় ৮০৪ কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যা পৌঁছন। লক্ষ্য ছিল রাম মন্দিরে প্রদীপ প্রজ্জলন করা। সেই ইচ্ছা অবশেষে পূরণ হল জেলার ওই যুবকদের।
advertisement
রাম মন্দির উদ্বোধনের আগেই স্বপ্ন পূরণ হলও তাঁদের। অযোধ্যায় প্রদীপ জ্বালিয়ে বাড়ি ফিরলেন নলহাটির তিন যুবক। মাত্র ১৬ দিনের মধ্যে ৮০৪ কিলোমিটার পথ অতিক্রম করে তাঁরা পৌঁছে যান অযোধ্যা রাম মন্দির। বাড়ি থেকে নিয়ে যাওয়া প্রদীপ প্রজ্জ্বলন করেন তিনজনেই। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যাওয়ার কারণে তাঁরা সেখানে ২ দিন থেকে বাড়ি ফিরে আসেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিন যুবকের মধ্যে একজন সুদীপ মাল জানান, মাত্র ১৬ দিনের মধ্যে তাঁরা সাইকেল চালিয়ে ৮০৪ কিলোমিটার পথ অতিক্রম করেন। যদিও যাত্রা পথে তাঁরা রাস্তায় বিভিন্ন মন্দিরে রাত্রিবাস করেন। তবে শত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে পৌঁছে যান মন্দিরে। সেখানে দুই দিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবার পরে তাঁরা অযোধ্যা থেকে বাসে করে লখনৌ এবং সেখান থেকে ট্রেনে করে রামপুরহাট স্টেশন হয়ে নলহাটি ফিরে আসেন।
সৌভিক রায়