TRENDING:

বর্ষায় বড় ক্ষতি চাষিদের! মুর্শিদাবাদে যা হয়ে গেল...! মাথায় হাত সকলের

Last Updated:

রোপণ করা আউশ ধান সম্পূর্ণভাবে জলের তলায় চলে যাওয়ায় কৃষকদের মাথায় হাত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবগ্রাম, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে বিভিন্ন জলাধার থেকে ছাড়া হচ্ছে অতিরিক্ত জল- দুইয়ের জেরে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে চাষের জমিতে বিপর্যয় নেমেছে। ব্রাহ্মণী ও দ্বারকা নদীর মিলিত জলস্তর বেড়ে যাওয়ায় নবগ্রামের একাধিক অঞ্চলের জমিতে জল ঢুকে পড়ে। বিশেষত রসুলপুর, হজবিবি ডাঙ্গা, পাঁচগ্রাম এবং গুড়া পাশলা অঞ্চলে ব্যাপক ক্ষতির চিত্র দেখা যাচ্ছে। রোপণ করা আউশ ধান সম্পূর্ণভাবে জলের তলায় চলে যাওয়ায় কৃষকদের মাথায় হাত।
advertisement

কৃষি দফতর সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত মৌজাগুলির মধ্যে রয়েছে কিশোরপুর, তাড়গ্রাম, তেঁতুলিয়া, মেহানাডাঙ্গা, বুড়ারডাঙ্গা, খড়িকাডাঙ্গা ও ডিগ্রিডাঙ্গা। এই জায়গাগুলিতে চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশি সন্দেহে স্টিলের লাঠি দিয়ে মার হরিয়ানা পুলিশের! বাড়ি ফিরেও আতঙ্ক কাটছে না বাঙালি বাবা-ছেলের

গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন, চাষের জমির পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। তেঁতুলিয়া থেকে তাড়গ্রাম যাওয়ার রাস্তার একটি বড় অংশ ডুবে গিয়েছে। রসুলপুর অঞ্চলের বরকতপুর, লক্ষণপুর ও জুরানকান্দির যাতায়াতের রাস্তা জলের তলায় চলে যাওয়ায় বাঁধ দিয়ে চলাফেরা করতে হচ্ছে বাসিন্দাদের। একইসঙ্গে সোদপুর থেকে বাঁকিপুরের রাস্তাও জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তার দুই ধারে থাকা বিস্তীর্ণ চাষের জমি জলের তলায়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চাষিরা বলছেন, গুড়া পাশলা অঞ্চলেও কিছুটা জমি জলের তলায় চলে গিয়েছে বলে খবর। বসিয়ার মন্দিরের পথেও জল উঠে যাওয়ায় বহু ভক্ত মন্দিরে পৌঁছতে পারেননি। কিছু ভক্ত আবার মন্দিরের কাছে এসে জল থেকেই পুজো দিয়ে ফিরে যান। স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত জল না নামলে আউশ ধানের পাশাপাশি আগাম আমন ধানেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদিও জেলা কৃষি দফতর জানিয়েছে, নবগ্রাম ব্লকে কতটা চাষের ক্ষয়ক্ষতি হয়েছে সেদিকে নজর রাখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষায় বড় ক্ষতি চাষিদের! মুর্শিদাবাদে যা হয়ে গেল...! মাথায় হাত সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল