TRENDING:

Murshidabad News: সেতুর উপরে রিলস-এ ব্যস্ত ৫ ছাত্র, হঠাৎ চলে এল ট্রেন! বীভৎস দৃশ্যে শিউরে উঠল মুর্শিদাবাদের সুতি

Last Updated:

মর্মান্তিক এই ঘটনায় তিন ছাত্রেরই ঘটনাস্থলে মৃত্যু হয়৷ প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয় দুই ছাত্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুতি: বার বার সতর্কবার্তা, প্রচারেও কাজ হচ্ছে না৷ রেল লাইনের উপরে জীবনের ঝুঁকি নিয়ে মোবাইলে রিলস বানানো অথবা ভিডিও রেকর্ড করার ঘটনা চলছেই৷ বিপজ্জনক এই প্রবণতার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তার সাক্ষী থাকল মুর্শিদাবাদের সুতি৷ রেল ব্রিজের উপরে রিলস বানাতে গিয়ে একসঙ্গে মৃত্যু হল দশম শ্রেণির তিন ছাত্রের৷ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই ছাত্র৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷
এই সেতুর উপরেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা৷
এই সেতুর উপরেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা৷
advertisement

বুধবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সুতির আহিরণ রেল সেতুর উপরে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবমিলিয়ে পাঁচজন ছাত্র সেতুর রেল লাইনের উপরে রিলস বানানোর জন্য মোবাইলে ভিডিও রেকর্ড করছিল৷ আচমকাই ওই লাইনে দ্রুত গতির একটি এক্সপ্রেস ট্রেন চলে আসে৷ ওই পাঁচ ছাত্র লাইনের উপর থেকে সরে যাওয়ারও সময় পায়নি৷ মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে পাঁচজন৷

advertisement

আরও পড়ুন: নদীর ধারে পড়ে অদ্ভুত দেখতে বিরাট প্রাণী! সামনে যেতেই চক্ষু চড়কগাছ, দেখুন

মর্মান্তিক এই ঘটনায় তিন ছাত্রেরই ঘটনাস্থলে মৃত্যু হয়৷ প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয় দুই ছাত্র৷ জানা গিয়েছে, নিহত তিন ছাত্রের নাম সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখ৷ আহত দুই ছাত্রের নাম রোহিত শেক এবং আকাশ শেখ৷ এরা প্রত্যেকেই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া৷ প্রত্যেকেই সুতি থানার অন্তর্গত ইংলিশ সাহাপাড়া গ্রামে বাসিন্দা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ঘটনার পর রেল লাইনের উপরেই পড়ে থাকে তিন ছাত্রের দেহ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ এবং জিআরপি৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ তিন ছাত্রের এমন মর্মান্তিক পরিণতি মানতে পারছেন না এলাকার বাসিন্দারা৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সেতুর উপরে রিলস-এ ব্যস্ত ৫ ছাত্র, হঠাৎ চলে এল ট্রেন! বীভৎস দৃশ্যে শিউরে উঠল মুর্শিদাবাদের সুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল