বুধবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সুতির আহিরণ রেল সেতুর উপরে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবমিলিয়ে পাঁচজন ছাত্র সেতুর রেল লাইনের উপরে রিলস বানানোর জন্য মোবাইলে ভিডিও রেকর্ড করছিল৷ আচমকাই ওই লাইনে দ্রুত গতির একটি এক্সপ্রেস ট্রেন চলে আসে৷ ওই পাঁচ ছাত্র লাইনের উপর থেকে সরে যাওয়ারও সময় পায়নি৷ মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে পাঁচজন৷
advertisement
আরও পড়ুন: নদীর ধারে পড়ে অদ্ভুত দেখতে বিরাট প্রাণী! সামনে যেতেই চক্ষু চড়কগাছ, দেখুন
মর্মান্তিক এই ঘটনায় তিন ছাত্রেরই ঘটনাস্থলে মৃত্যু হয়৷ প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয় দুই ছাত্র৷ জানা গিয়েছে, নিহত তিন ছাত্রের নাম সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখ৷ আহত দুই ছাত্রের নাম রোহিত শেক এবং আকাশ শেখ৷ এরা প্রত্যেকেই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া৷ প্রত্যেকেই সুতি থানার অন্তর্গত ইংলিশ সাহাপাড়া গ্রামে বাসিন্দা৷
ঘটনার পর রেল লাইনের উপরেই পড়ে থাকে তিন ছাত্রের দেহ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ এবং জিআরপি৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ তিন ছাত্রের এমন মর্মান্তিক পরিণতি মানতে পারছেন না এলাকার বাসিন্দারা৷