গতকাল সুন্দরবনের ঘুরতে আসা কলকাতার একদল পর্যটকরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। সুন্দরবনের ঘুরতে এসে পর্যটকদের একটি রয়েল বেঙ্গল টাইগার দর্শন করা যেখানে ভাগ্যের ব্যাপার সেখানে পর্যটকদের দলের সামনে দর্শন দিল। একটি নয়, দুটি নয় তিনটি রয়েল বেঙ্গল টাইগার। একত্রে তিনটি বাঘ দেখতে পেয়ে খুশি পর্যটকরা।
স্থানীয় সূত্র জানা যায়, এদিন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে এমবি জয় বাবা ভোলানাথ নামে একটি লঞ্চ করে বেশ কিছু পর্যটকেরা সুন্দরবনের উদ্দেশে রওনা দেয়। লঞ্চ করে সুন্দরবনের দিকে যাওয়ার সময় পর্যটকদের চোখে পড়ে। তিনটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার পিরখালী জঙ্গল থেকে নদীতে নেমে পড়ে।
advertisement
আরও পড়ুন- টিকটক ও স্ন্যাপচ্যাটের ফিচার এবার ইনস্টাগ্রামে, এই নতুন ফিচারে কী সুবিধা পাবেন আপনি?
এর পর নদীতে নেমে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার সাঁতার কেটে পেরিয়ে যাচ্ছে অপর প্রান্তে জঙ্গলে। এই দৃশ্য দেখার পর খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে পর্যটকেরা। এ বিষয়ে এক পর্যটক তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে সুন্দরবনের ইলিশ উৎসবে আমরা আসি এবং সুন্দরবন ভ্রমণ করি। কিন্তু কোনও বছরই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারে দর্শন মেলেনি।