আরও পড়ুন: শীত আসতেই ঘন কুয়াশায় ঢাকছে ভোর, তাতেই চলে গেল যুবকের প্রাণ!
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, শীতের সকালে কুয়াশা থাকলেও রাস্তা দিয়ে দ্রুত গতিতেই যাচ্ছিল স্করপিওটি। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। স্করপিওটি কাঁচরাপাড়া থেকে ঘোলা মুড়াগাছায় ফিরছিল বলে জানা গিয়েছে। খড়দহের রুইয়া এলাকায় সেতু থেকে নামতেই অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ডাম্পারের ধাক্কা মারে। ঘটনাস্থলেই স্করপিও’র চালক সহ দু’জন মহিলা যাত্রীর মৃত্যু হয়। বাকি ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এরপর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
রুদ্রনারায়ণ রায়