উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত অবৈধভাবে পার করে ওই তিনজন ভারতীয় রাজ্যে প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়লেন তিনজনই। তাঁদের মধ্যে দুজন মহিলা। একজন আবার ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুম আদালতে পেশ করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ট্রাকের নীচে লুকিয়ে অনুপ্রবেশ, বিএসএফের জালে বাংলাদেশি যুবক! ধরা পড়তেই যা ঘটল…!
অবৈধভাবে বাংলাদেশ সীমানা পেরিয়ে এদেশে প্রবেশ করার সময় দুই মহিলা-সহ তিনজনকে আটক করেছে ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। জিজ্ঞাসাবাদের পর ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ নদী পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরা থেকে সোজা ভারতে! ফের ধরা পড়ল ২ বাংলাদেশি
দিন কয়েক আগে শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত চেকপোস্টে ট্রাকের নীচে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন এক যুবক। তবে শেষরক্ষা হয়নি। বিএসএফের তৎপরতায় ধরা পড়ে যান যুবক। অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু তাও নিত্য-নতুন কৌশলে অনুপ্রবেশের চেষ্টা জারি রয়েছে।