স্থানীয় সূত্রে খবর সুপ্রিয় দাস নামে এক যুবক গতকাল থেকেই ঘরের দরজা বন্ধ করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেন৷ কাচের বোতল ভাঙেন, ঘরের দরজায় তালা দিয়ে আটকে রাখেন। পরিবারের লোকজন ও স্থানীয় মানুষজন বোঝানোর চেষ্টা করলেও কোনওভাবেই সেই কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ।
ঘটনার খবর দেওয়া হয় ঘুটিয়াই শরিফ ফাঁড়ি পুলিশকে৷ ভোর থেকে পুলিশ এসে হাজার বোঝানোর চেষ্টা করলেও প্রথমে তাঁদের মুক্ত করতে পারেননি পুলিশ। তবে দীর্ঘক্ষণ পরে দরজা খোলা হয়৷ যুবকের স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ যুবককে আটক করে নিয়ে যাওয়া হয় ঘুটিয়ারি শরীফ গ্রামীণ হাসপাতালে।
advertisement
আরও পড়ুন: Bowbazar: ‘‘ তাহলে এখন কোথায় যাব জানি না!’’ চেনা পাড়ার, অচেনা রূপ আর কতদিন, প্রশ্ন বউবাজারের
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, সুপ্রিয় দাস ২০১৩ সালে সেনাবাহিনীতে চাকরিতে যোগ দেন৷ ট্রেনিং চলাকালীন তাঁর হাতে একটি দুর্ঘটনা ঘটে৷ তারপরেই তিনি বাড়িতে চলে আসেন। পরিবার জানায় এরপর থেকে তিনি চাকরি হারানোর কারণে ও নানাভাবে মানসিক অবসাদের ভুগতে থাকেন এবং নেশাগ্রস্ত হয়ে পড়েন।