কাকদ্বীপ: কাকদ্বীপে ব্যাঙ্ক আ্যকাউন্ট থেকে উধাও হাজার হাজার টাকা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অপর্ণা বেরা নামের এক মহিলা। অভিযোগ তাঁর ব্যাঙ্ক আ্যকাউন্ট থেকে ধাপে ধাপে কাটা গিয়েছে ৮৭ হাজার ৫০০ টাকা।
অভিযোগকারিনী
advertisement
ওই মহিলা এবং তাঁর স্বামী অভিযোগ করেছেন যে এক ব্যক্তি ঘর পাইয়ে দেওয়ার নাম করে আধার কার্ডের জেরক্স-এর উপরে টিপ সই নিয়েছিল। তারপর থেকে সমস্যার সূত্রপাত।
এরপর ধাপে ধাপে ব্যাংক থেকে উধাও হয় ৮৭হাজার ৫০০ টাকা। ওই ব্যক্তি মহিলার আত্মীয় হন বলে খবর। এই ঘটনার পর হার উড পয়েন্ট কোস্টাল থানা এবং সাইবার ক্রাইম এ অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি টাকা তুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন। ঘরের জন্য আধার কার্ড নিলে কীভাবে টাকা তোলা যাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় কোনোভাবেই জড়িত নন বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় ব্যাঙ্কে সঞ্চিত অর্থ খুইয়ে অথৈ জলে পড়েছেন ওই দম্পতি। দ্রুত এই টাকা ফেরানোর দাবি করেছেন তাঁরা। ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করার দাবি জানিয়েছেন ওই দম্পতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷