ওই মহিলা এবং তাঁর স্বামী অভিযোগ করেছেন যে এক ব্যক্তি ঘর পাইয়ে দেওয়ার নাম করে আধার কার্ডের জেরক্স-এর উপরে টিপ সই নিয়েছিল। তারপর থেকে সমস্যার সূত্রপাত।
আরও পড়ুন- জলেই লাফিয়ে লাফিয়ে মরছে শ’য়ে শ’য়ে মাছ! মুহূর্তে খালি! অবাক ঘটনা হাওড়ার পুকুরে!
এরপর ধাপে ধাপে ব্যাংক থেকে উধাও হয় ৮৭হাজার ৫০০ টাকা। ওই ব্যক্তি মহিলার আত্মীয় হন বলে খবর। এই ঘটনার পর হার উড পয়েন্ট কোস্টাল থানা এবং সাইবার ক্রাইম এ অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
advertisement
ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি টাকা তুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন। ঘরের জন্য আধার কার্ড নিলে কীভাবে টাকা তোলা যাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় কোনোভাবেই জড়িত নন বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় ব্যাঙ্কে সঞ্চিত অর্থ খুইয়ে অথৈ জলে পড়েছেন ওই দম্পতি। দ্রুত এই টাকা ফেরানোর দাবি করেছেন তাঁরা। ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করার দাবি জানিয়েছেন ওই দম্পতি।
নবাব মল্লিক