গণতন্ত্রের উৎসব। গ্রামে গ্রামে তার প্রস্তুতি সারা। দেওয়াল লিখন শেষ। পঞ্চায়েত ভোটের প্রচারও হয়েছে দাপিয়ে।
ছোটবেলায় বাড়ির বড়দের ভোট দিতে দেখেছেন যাঁরা, তাঁদের অনেকেই প্রথমবার ভোট দিতেন এবার। প্রথমবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উত্তেজনা চোরাগোপ্তা কাজ করছিল সকলের মধ্যেই। কিন্তু, সব আশায় জল ঢেলে দিয়েছে বহু আসনে শাসকদলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। বিরোধীশূন্য, বোলপুর, নানুর, ইলামবাজার, লাভপুর। ফলে, প্রথমবার ভোট না দিতে পারার আক্ষেপ যাচ্ছে না বীরভূমের কয়েক হাজার নতুন ভোটারের।
advertisement
এ বছর ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়নি। ফলে, লোকসভা ভোটের অপেক্ষায় সদ্য ভোটাররা। ১৮ বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। নিন্দুকরা অবশ্য বলছেন, সেই পাথরেই আটকে গিয়েছেন বীরভূমের সদ্য সাবালক ভোটাররা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2018 7:40 PM IST