একসময় নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার আকন্দবেরিয়া গ্রাম ঘেঁষে বয়ে যেত ভাগীরথী নদী। ধীরে ধীরে সেই গতিপথ পরিবর্তন হয়েছে। গত ১৫ বছরে ভাগীরথী গ্রাস করেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপ পঞ্চায়েতের চরবিষ্ণুপুর গ্রামকে। মানচিত্রে রয়েছে। ভোটার কার্ড, পোস্ট অফিসের খাতায়ও রয়েছে উল্লেখ । কিন্তু বাস্তবে? গ্রামের কোনও অস্তিত্বই নেই!
কাটোয়ার অগ্রদ্বীপ পঞ্চায়েতের চরবিষ্ণুপুর গ্রামে একসময়ে ছিল পাকা বাড়ি থেকে স্কুল, খেলার মাঠ! ৩৬৭টি পরিবারের প্রায় ১৬০০ লোক বাস করতেন। কিন্তু, চোখের সামনে নদীগর্ভে সবকিছু তলিয়ে যেতে দেখেছেন সাধন, গুরুদাস, হারাধনরা। সব খুইয়ে আতঙ্কই এখন তাঁদের সম্বল।
advertisement
এখন চরবিষ্ণুপুর গ্রামে আতঙ্কে দিন কাটাচ্ছে ১৪৪টি পরিবার। পাশের কালিকাপুর মৌজায় তাঁদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরিবার পিছু দেওয়া হবে ২ কাঠা জমি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 14, 2018 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরকারি নথিতে রয়েছে গ্রামের নাম, কিন্তু বাস্তবে নেই অস্তিত্ব! রহস্যটা কী? পড়ুন
