এবারে তাঁদের থিম ‘রাশি রহস্য’। সমস্ত রাশির মানুষজনই নিজেদের ভাগ্য গণনা করতে পারবেন মন্ডপে ঢুকলেই। পৌরাণিক, আধ্যাত্মিক ও জ্যোতিষ শাস্ত্রের মেল বন্ধন ঘটানো হয়েছে মণ্ডপে। এখানে মা দুর্গা শোভা পাবেন শনি মহারাজ রূপে। আর মণ্ডপের মধ্যে থাকছেন বিশালাকার মহিষাসুর মূর্তি, যিনি কিনা ধ্যান মগ্ন। মণ্ডপে ঢুকলেই পুরানের রাজ প্রাসাদের অনুভূতি আসবে দর্শকদের মনে।
advertisement
পাশাপাশি পৌরাণিক, আধ্যাত্মিক ও জ্যোতিষ শাস্ত্রের মেল বন্ধনের ফলে একটা অন্যরকম অনুভূতি মণ্ডপের মধ্যে পাবেন দর্শকরা। মন্ডপের মধ্যেই থাকবে বারোটি ল্যাপটপ। সেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনও রাশির মানুষ নিজেদের ভাগ্য বা রাশিফল জানতে পারবেন। এছাড়াও কোন রাশির কী কী বৈশিষ্ট রয়েছে সেগুলিও প্রজেক্টারের মাধ্যমে মণ্ডপের মধ্যেই দর্শকদের দেখানোর ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্যোক্তাদের দাবি, তাঁদের এবারের মণ্ডপ, প্রতিমা শহর কলকাতার যে কোনও মণ্ডপের থিমকেই টেক্কা দেবে। ফলে পুজোয় যে বিপুল পরিমাণে দর্শক সমাগম হতে চলেছে এই মণ্ডপে তা বলাই যায়।