TRENDING:

সংসারের হাল ধরতে হাতে নিয়েছেন টোটোর স্টিয়ারিং! কখনও সবজি বেচে, কখনও মাছ... মহিলার সংগ্রামের গল্প শুনলে চোখে জল আসবে আপনারও

Last Updated:

ভোর থেকে রাত পর্যন্ত টোটো চালান এই মহিলার সংগ্রামের কাহিনি চোখে জল আনবে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রামনগর, মদন মাইতি: দিঘার কাছে রামনগরের কাদুয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা ঝর্না শী। ভোর থেকে গভীর রাত পর্যন্ত লড়াই করে সংসার চালান এই সংগ্রামী নারীর গল্প যে কারও চোখে জল এনে দেবে। কখনও টোটো চালান, কখনও সবজি, কখনও মাছ বিক্রি, কখনও আবার সাইকেলে করে ফেরি— জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করেই চলছে তাঁর দিনযাপন। স্বামীর অসুস্থতার পর সংসারের যাবতীয় দায়িত্ব যখন একাই তাঁর কাঁধে এসে পড়ে, তখন তিনি হাল না ছেড়ে বাস্তবতাকে মেনে নিয়ে কাজ শুরু করেন।
advertisement

নিজের পরিবারের মুখে দু’বেলা অন্ন তুলে দিতে জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে লড়াই করে চলেছেন ঝর্না দেবী। স্বামী আশিষ শী একসময় দিনমজুরের কাজ করতেন। কিন্তু একটি দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হওয়ার পর তিনি আর শারীরিক পরিশ্রমের কাজ করতে পারেন না। ফলে সংসারের আর্থিক ভার সম্পূর্ণটাই এসে পড়ে ঝর্না দেবীর উপর। বিয়ের মাত্র দুই বছর পরই বদলে যায় সংসারের সব চিত্র। একদিকে সামান্য উপার্জন, অন্যদিকে সংসারের ক্রমবর্ধমান দায়িত্ব— সব মিলিয়ে তখন শুরু হয় তাঁর সংগ্রামের পথচলা। কখনও সবজি বিক্রি, কখনও মাছের ব্যবসা, তো কখনও সাইকেলে ঘুরে ঘুরে ফেরি করে বাড়তি আয়ের চেষ্টা করেছেন তিনি। এক মুহূর্তও থেমে না থেকে প্রতিদিন যে ভাবে কাজে বেরিয়েছেন, তা তাঁর অদম্য মনোবলেরই প্রমাণ। বর্তমানে ঝর্না দেবী টোটো চালিয়েই জীবিকা নির্বাহ করছেন।

advertisement

ফার্স্ট হবে ক্লাসে! সন্তানকে সব সময়ে ‘এক নম্বরে’ দেখতে চাইলে শেখান কিছু অভ্যাস, জানুন কোনগুলো

বিহারে বিজেপির জয়ের নেপথ্যে রয়েছে বড় পরিকল্পনা! জুন মাস থেকে সবটা জেনে নিন

সকালে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়েন রাস্তায়। টোটোর সামনের সিটেই বসে থাকে মেয়ে, আর তিনি যাত্রী তোলা-নামানো, স্কুল-অফিস যাতায়াত করা মানুষদের পৌঁছে দেওয়ার কাজ করেন মন দিয়ে। দিঘা–রামনগর এলাকায় পর্যটকদের ভিড় বাড়লে যাত্রীও বাড়ে, তবে সারা দিন ঘুরে বেড়ান এবং কাজের চাপ সামলান তাঁর জন্য সহজ নয়। বড় মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে, তাই তাকে নিয়মিত স্কুলে পাঠাতে হয়। আর ছোট মেয়েকে নিয়েই তাঁর প্রতিদিনের পথচলা। সংসার, সন্তান, কাজ— একসঙ্গে সামলে ঝরনা দেবী আজ দাঁড়িয়ে আছেন নিজের শক্তিতে।

advertisement

দিঘার সমুদ্রসৈকতে যখন প্রতিদিন পর্যটকদের ভিড়ে চারদিকে আনন্দ আর উল্লাস ছড়িয়ে থাকে, তখন ঠিক তার পাশেই ঝরনা দেবীর জীবন লড়াইয়ে ভরা। তবুও মুখে হাসি রেখেই তিনি এগিয়ে চলেন। জীবনের কঠিন পরিস্থিতিকে জয় করে তিনি প্রমাণ করেছেন— সাহস আর ইচ্ছাশক্তি থাকলে নারী নিজেই হয়ে উঠতে পারেন পরিবারের একমাত্র ভরসা।

সেরা ভিডিও

আরও দেখুন
আবেগ কাকে বলে দেখুন! কার্তিক লড়াই হবে মঙ্গলবার, জায়গা দখল হয়ে যাচ্ছে এখন থেকেই
আরও দেখুন

শুধু তাঁর পরিবারই নয়, সমাজের অসংখ্য মানুষের কাছে ঝর্না শী আজ এক অনুপ্রেরণা। তাঁর জীবনসংগ্রাম দেখিয়ে দেয়, প্রতিকূলতা যতই আসুক, নিজের চেষ্টা আর সাহস থাকলে পথ খুঁজে নিতেই পারে মানুষ। ঝরনা দেবীর এই লড়াকু মানসিকতা সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সংসারের হাল ধরতে হাতে নিয়েছেন টোটোর স্টিয়ারিং! কখনও সবজি বেচে, কখনও মাছ... মহিলার সংগ্রামের গল্প শুনলে চোখে জল আসবে আপনারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল