একদিকে যেমন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন এলাকার মানুষরা, অন্যদিকে খুবই স্বল্প ব্যয় অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা পেতে চলেছে কোন্নগর তথাৎ তৎ সংলগ্ন এলাকার মানুষ।
আরও পড়ুন: একের পর এক কৃতিরা অচিরেই হারিয়ে গিয়েছে! মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আইআইটি
রবিবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার তহবিল থেকে দেওয়া অনুদানের ভিত্তিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন কাজ করা শুরু হলো কোন্নগরের এই পৌরসভা পরিচালিত হাসপাতালে। এর ফলে একদিকে যেমন স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটেছে অন্যদিকে এই হাসপাতাল গুলিকে স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় আনার প্রচেষ্টাও শুরু হয়ে গিয়েছে।
advertisement
এই বিষয়ে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান, শুধুমাত্র সিটি স্ক্যান নয়, আগামী দিনে এমআরআই ও অন্যান্য অত্যাধুনিক পরিষেবা যাতে এই হাসপাতাল গুলি মানুষের জন্য দিতে পারে তার জন্য সর্বস্তরের প্রচেষ্টা করবেন তারা। ফেকো মেশিন বসানোর জন্য ইতিমধ্যেই কুড়ি লক্ষ টাকা দান করেছেন তিনি। এছাড়াও পিতাম্বর হাসপাতালের পাশে দুটি জায়গা কেনা হয়েছে যেখানে চালু হবে নার্সিংহ ট্রেনিং স্কুল। আগামী দিনে সর্বস্তরের উন্নয়নমূলক পরিষেবা পাওয়া যাবে হাসপাতাল থেকে।
আরও পড়ুন: বিনা টেন্ডারে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ! অবাক করা ঘটনা ঘটছে কোথায়?
এ বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন কুমার দাস মহাশয় তিনি জানান, তাদের হাসপাতালটি এতদিন স্বাস্থ্য সাথী পরিষেবার আওতায় আসতে পারেনি। কারণ স্বাস্থ্য সাথীতে আসার জন্য যে ক্রাইটেরিয়া গুলি প্রয়োজন তার মধ্যে আসতে পাচ্ছিল না তাদের এই হাসপাতাল। তবে সিটি স্ক্যান মেশিন বসানোর পরে তা স্বাস্থ্য সাথীর একটি পর্যায়ের মধ্যে প্রবেশ করতে পেরেছে। এর ফলে উপকৃত হবেন এলাকার বহু মানুষ।
রাহী হালদার