সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শিক্ষামূলক বাংলা সিনেমা ‘তোর্ষা একটি নদীর নাম’ দেখাতে নবম শ্রেণির ৮২ জন ছাত্রীকে নিয়ে সিনেমা হলে হাজির হলেন স্কুলের চারজন শিক্ষিকা। এদিন হাবড়ার রূপকথা সিনেমা হলে বসেই ছাত্রীরা উপভোগ করলেন সিনেমাটি। তিথস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর পরিচালনায় নির্মিত এই ছবিতে একটি শিশুর বন্ধুত্ব থেকে, পরিবারের বিরুদ্ধে লড়াই ও সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক মূল্যবোধের যে ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: মালদহের বাংলা-বিহার সীমানায় খুন বিহারের যুবক…! পিছনে ছিল ভয়ঙ্কর কোনও কারণ? শুরু তদন্ত
তা এই সিনেমার মাধ্যমে ছাত্রীদেরও বিশেষ শিক্ষাদান করবে বলেই মত শিক্ষিকাদের। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন অভিভাবক মহল। বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, বর্তমান সময়ে পড়াশোনার চাপে, পড়ুয়াদের মানসিক বিকাশও কিছুটা বাধা প্রাপ্ত হচ্ছে। তাই তাদের একটু ভিন্ন স্বাদ দিয়ে, জীবনমুখী শিক্ষা ও বিনোদনের মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ারই প্রচেষ্টা এটি। সিনেমা হলের বাইরে ছাত্রীরা জানান, তারা এই ধরনের সিনেমা দেখে খুবই অনুপ্রাণিত হয়েছে।
আরও পড়ুন: স্কুলের মধ্যে এ কী কাণ্ড! হঠাৎ দম আটকে একসঙ্গে অসুস্থ ৩০ জন ছাত্রী! তোলপাড় নদিয়ায়
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, শুধু নবম শ্রেণি নয়, ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ছাত্রীদেরও এই সিনেমা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিনেমা দেখার পর, ছাত্রীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ভাবতে শিখেছেন বলেও জানান শিক্ষিকারা শিক্ষার সঙ্গে বিনোদনের এমন মেলবন্ধন ঘটিয়ে হাবড়ার কামিনী কুমার গার্লস হাই স্কুল যেন এলাকার শিক্ষাক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করল বলেই মত সমাজ সচেতন নাগরিকদের।