TRENDING:

North 24 Parganas News: স্কুল থেকেই ছাত্রীরা গেল সিনেমা হলে, বিশেষ শিক্ষার জন্য দেখান হল এই ফিল্ম

Last Updated:

স্কুল থেকেই ছাত্রীরা গেল সিনেমা হলে, বিশেষ শিক্ষার জন্য দেখানো হল এই ফিল্ম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: শুধু পাঠ্যপুস্তক আর ক্লাসরুমে আবদ্ধ পড়াশোনাই নয়, শিক্ষার সঙ্গে সঙ্গে সমাজজ্ঞান, পরিবেশ সচেতনতা এবং বিনোদনের প্রয়োজনীয়তা তুলে ধরতে, অভিনব উদ্যোগ দেখা গেল হাবড়ার কামিনী কুমার গার্লস হাই স্কুলের।
advertisement

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শিক্ষামূলক বাংলা সিনেমা ‘তোর্ষা একটি নদীর নাম’ দেখাতে নবম শ্রেণির ৮২ জন ছাত্রীকে নিয়ে সিনেমা হলে হাজির হলেন স্কুলের চারজন শিক্ষিকা। এদিন হাবড়ার রূপকথা সিনেমা হলে বসেই ছাত্রীরা উপভোগ করলেন সিনেমাটি। তিথস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর পরিচালনায় নির্মিত এই ছবিতে একটি শিশুর বন্ধুত্ব থেকে, পরিবারের বিরুদ্ধে লড়াই ও সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক মূল্যবোধের যে ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

advertisement

আরও পড়ুন: মালদহের বাংলা-বিহার সীমানায় খুন বিহারের যুবক…! পিছনে ছিল ভয়ঙ্কর কোনও কারণ? শুরু তদন্ত

তা এই সিনেমার মাধ্যমে ছাত্রীদেরও বিশেষ শিক্ষাদান করবে বলেই মত শিক্ষিকাদের। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন অভিভাবক মহল। বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, বর্তমান সময়ে পড়াশোনার চাপে, পড়ুয়াদের মানসিক বিকাশও কিছুটা বাধা প্রাপ্ত হচ্ছে। তাই তাদের একটু ভিন্ন স্বাদ দিয়ে, জীবনমুখী শিক্ষা ও বিনোদনের মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ারই প্রচেষ্টা এটি। সিনেমা হলের বাইরে ছাত্রীরা জানান, তারা এই ধরনের সিনেমা দেখে খুবই অনুপ্রাণিত হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: স্কুলের মধ্যে এ কী কাণ্ড! হঠাৎ দম আটকে একসঙ্গে অসুস্থ ৩০ জন ছাত্রী! তোলপাড় নদিয়ায়

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, শুধু নবম শ্রেণি নয়, ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ছাত্রীদেরও এই সিনেমা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিনেমা দেখার পর, ছাত্রীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ভাবতে শিখেছেন বলেও জানান শিক্ষিকারা শিক্ষার সঙ্গে বিনোদনের এমন মেলবন্ধন ঘটিয়ে হাবড়ার কামিনী কুমার গার্লস হাই স্কুল যেন এলাকার শিক্ষাক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করল বলেই মত সমাজ সচেতন নাগরিকদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: স্কুল থেকেই ছাত্রীরা গেল সিনেমা হলে, বিশেষ শিক্ষার জন্য দেখান হল এই ফিল্ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল