আরও পড়ুন: শিক্ষক যখন ভক্ষক, ক্লাসের মধ্যেই কন্যাসম ছাত্রীদের সঙ্গে যা করলেন ‘স্যার’
ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থান যেমন ঝাড়গ্রাম রাজবাড়ি, চিলকিগড় রাজবাড়ি, বান্দরভুলা ফরেস্ট, সহ বেশ কয়েকটি স্থানে গিয়ে ছাত্র ছাত্রীদের পাঠ দেওয়া হবে। এই ধরনের ইন্টার্নশিপ সাধারণত ইকোট্যুরিজম সংস্থা, সংরক্ষণ প্রকল্প, বা প্রকৃতি-ভিত্তিক পর্যটন কেন্দ্রগুলিতে পাওয়া যায়। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে ঘটানো সম্ভব হয়। ইন্টার্নশিপ প্রোগ্রামে যোগ দেওয়া শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনায় রীতিমতো মুগ্ধ কেন্দ্রীয় পর্যটন বিভাগের সিনিয়র গাইড সুমনা মুখার্জি। ঝাড়গ্রামের পর্যটন শিল্পে এখানকার প্রাকৃতিক সম্পদকে আরও বেশি করে তুলে ধরার বার্তাও দিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের জন্য ক্যাম্প বিধায়কের, সমস্যায় পড়লেই যোগাযোগের নম্বর দিয়ে রাখলেন
অরণ্য সুন্দরীর শোভাকে নিয়ে ভ্রমণের সঙ্গে পাঠক্রম – এটি ট্যুরিজিম ইন্টার্নশিপ কোর্সের প্র্যাকটিক্যাল পার্ট। শিক্ষার্থীদের জন্য নতুন পথ তৈরি হতে চলেছে। জানা গিয়েছে এখান থেকে শিক্ষার্থীরা চাইলে আগামীতে পর্যটকদের সাহায্য করতে পারবে। নতুন কাজের দিশা খুঁজে পেতে পারেন শিক্ষার্থীরা। যেটি সুচারুরূপে সংগঠিত করতে সাহায্যের হাত বাড়িয়েছেন ঝাড়গ্রাম ট্যুরিজিমের কর্ণধার সুমিত দত্ত। তাঁর আশা, শিক্ষার্থীরা তাঁদের অধিত বিদ্যা, ভবিষ্যৎ জীবনেও কাজে লাগাবেন।
এন্ডভিও- বিশ্ব মানচিত্রে ঝাড়গ্রামের পর্যটন শিল্পের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি, এখানকার আঞ্চলিক সংস্কৃতিও আকর্ষণীয় রূপে তুলে ধরার বার্তা দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, পর্যটনের উপর এই বিশেষ কোর্স শিক্ষার্থীদের চাকরি পেতেও সাহায্য করবে।