বীরভূমের রামপুরহাটের বাসিন্দা দীপান্বিতা ভাদুড়ি। তবে সমস্যা হয় অন্য জায়গায়।খুব অল্প বয়সেই দীপান্বিতা ভাদুড়ির বাবার দুর্ঘটনায় মৃত্যু হয়। তবে বাবার ইচ্ছে ছিল তার সখের রাজকন্যাকে টিভির পর্দায় গান গাইতে দেখার। মাত্র ১ বছর ৮ মাস বয়স থেকেই টিভির পর্দায় যে গান শুনত, সে সেই গানে গুনগুন করে গাইত। এরপরই মাত্র ছয় বছর বয়সে সকলের কাছে গান গেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছিল দীপান্বিতা। এমনকি স্কুলের শিক্ষক-শিক্ষিকার কাছে দীপান্বিতা হয়ে উঠেছিল এক কাছের মানুষ। বাবার সেই স্বপ্ন এবং মায়ের ও দিদার অক্লান্ত পরিশ্রমকে সঙ্গী করেই বাংলার সেই মফস্বলের মেয়েটি আজকে বিখ্যাত গায়িকার সঙ্গে স্টেজ শেয়ার করেছেন।
advertisement
সেই বিখ্যাত গায়িকা আর কেউ নন, তিনি হলেন ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তীর কন্ঠে গাওয়া সেই গান ‘আমি আবার ক্লান্ত পথচারী’ এই গানটি ৮ থেকে ৮০ সকলের পছন্দের তালিকায় হয়ে উঠেছে। সেই গানের কন্ঠে তালে তাল মিলিয়েছেন বীরভূমের রামপুরহাটের ১৯ বছরের এই মেয়েটি। একটি রিয়্যালিটি শো-এর প্রোগ্রামে দীপান্বিতা স্টেজ শেয়ার করেছেন ইমন চক্রবর্তীর সঙ্গে। দীপান্বিতার বাড়িতে রয়েছে তার মা এবং, দিদা ও সে। তার মায়ের নাম মৌমিতা ভাদুড়ি এবং দিদার নাম রীণা লাহিড়ী।
দীপান্বিতা জানান, মাত্র ৬ বছর বয়সে তার মা এবং বাবা তার প্রতিভা দেখে তার জন্মদিনে একটি হারমোনিয়াম উপহার দেন। আর সেই হারমোনিয়াম পাওয়ার পর থেকেই তার গানের চর্চা শুরু। এখনও পর্যন্ত বীরভূমের এই দীপান্বিতা বিভিন্ন গান গাওয়ার পাশাপাশি প্রায় একশোটির বেশি অ্যাওয়ার্ড পেয়েছেন। আগামী দিনে দীপান্বিতার ইচ্ছে কোনও প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে গান গাওয়ার। তবে তার মনের ইচ্ছে আগামী দিনে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং-এর সঙ্গে গান গাওয়ার।
সৌভিক রায়