রাজ্যের বেশ কয়েকটি জেলার শিল্পের ছোঁয়া রয়েছে এই থিমের মধ্যে। বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি ক্লাবের তরফে তুলে ধরা হয়েছে এই থিম।
আরও পড়ুন: দশমীতে ঘটতে চলেছে বিরল রাজযোগ, এই ৩ রাশির ভাগ্য বদলাতে চলেছে, যেখানে হাত দেবে তাই সোনা….
থিম দেখলে ভাল লাগবে সকলেরই। পুজোর মরশুমে বহু মানুষ ভিড় জমাচ্ছেন আলমগঞ্জ বারোয়ারির এই থিম দেখার জন্য।
advertisement
আরও পড়ুন: সম্পর্কের আঁচ ক্রমশ কমছে, সকালে উঠেই ৪টে কাজ করুন, জীবনে নতুন প্রেম আসবেই
এই বিষয়ে আলমগঞ্জ বারোয়ারির সম্পাদক শুভাশীষ সিংহ জানিয়েছেন, “আমাদের পুজোর এবারের থিম হচ্ছে বাঙালিনী। বিভিন্ন জেলার শিল্পকে আমরা এই মন্ডপের মধ্যে তুলে ধরেছি। যেমন কৃষ্ণনগরের কাঁথা স্টিচ, মেদিনীপুরের মাদুর শিল্প, বাঁকুড়ার টেরাকোটা, পুরুলিয়ার ছৌ নাচ, এই সমস্ত শিল্পের কিছু অংশ এখানে রয়েছে।”
খাগড়া, হোগলা গাছ, ফাইবার, মাটির পুতুল, মেদিনীপুরের পাখা, মাদুরকাঠি সহ আরও বিভিন্ন জিনিস দিয়ে এই থিম সাজিয়ে তোলা হয়েছে।
আলমগঞ্জ বারোয়ারির সম্পাদক শুভাশীষ সিংহ আরও জানিয়েছেন, “এই বছরের পুজোর পর থেকেই আমাদের সামনের বছরের পুজোর প্রস্তুতি শুরু হয়। পুজোর এক দেড় মাস আগে আমরা চরম ব্যস্ততার সঙ্গে দিন কাটায়। তবে পুজোর সময় আমরা আনন্দেই থাকি। সিনিয়র জুনিয়র একসঙ্গে বসে গল্প করি আড্ডা দিই, এভাবেই পূজো কেটে যায়।”
পুজোর থিমে শিল্পকে তুলে ধরার এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আগামী দিনেও বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারির তরফে আকর্ষণীয় চমক থাকবে।
প্রায় ৪০ লক্ষ টাকা বাজেটের এই প্যান্ডেলে যেন সত্যিই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। বাঙালির বড় পুজোয় বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারির ‘বাঙালিনী ‘ থিম সত্যিই আকর্ষণীয়। রঙিন আলো এবং নিখুঁত কারুকার্যে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ থিম। জনসাধারণও খুবই ভাল ভাবে এই পুজোর থিম দর্শন করছেন। পুজো উদ্যোক্তারাও যথেষ্ট সচেতন রয়েছেন। ব্যস্ততার সঙ্গে তাঁরাও পুজো কাটাচ্ছেন।
বনোয়ারীলাল চৌধুরী





