বাঁকুড়া জিলা সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে ‘West Bengal Centralised Admission Portal’ (WBCAP)-এ ভর্তির পর বিভিন্ন বিষয়ে যে সমস্ত আসন ফাঁকা আছে তার ভিত্তিতে ভর্তির জন্য (Online Registration) আগামী ১১ই অক্টোবর ২০২৫ থেকে College Admission Portal -এর https://bzsm.admission.net.in/ মাধ্যমে শুরু হবে। Registration Link কলেজ ওয়েবসাইটে (https://bzsmcollege.ac.in/) দেওয়া থাকবে।
advertisement
অনলাইন আবেদন শুরু হবে ১১ অক্টোবর থেকে।আবেদন গ্রহণের শেষ তারিখ ১৬ অক্টোবর। ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে! হেল্পলাইন নম্বর 9614058208। যেকোনও ছাত্রী সর্বাধিক ৩ (তিন) টি মেজর কোর্সের জন্য আবেদন করতে পারবে। কোন Upgradation Round হবে না। যে মুখ্য বিষয় নিয়ে অ্যাডমিশন হবে সেই বিষয়গুলি আর পরিবর্তন করতে পারবে না। শূন্যপদ সংক্রান্ত বিষয়ে (Vacancy List) পরে ওয়েবসাইটে জানানো হবে বলে উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে। ভর্তি সংক্রান্ত বিষয়ে জানার জন্য কলেজ অফিস অথবা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে।
বাংলা, ইংরেজি, সংস্কৃত, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও গণিত এই বিষয়গুলিতে মেজর কোর্সে আবেদনের জন্য উচ্চমাধ্যমিকে সংশ্লিষ্ট বিষয়টি আবশ্যিকভাবে থাকতে হবে। অনান্য বিষয়ের ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকছে না ।কেবলমাত্র ২০২৩, ২০২৪ এবং ২০২৫ শিক্ষাবর্ষে উত্তীর্ণ ছাত্রীরাই আবেদন করতে পারবে বলে বলা রয়েছে বিজ্ঞপ্তিতে।