দুর্গাপুরে কিন্নরদের দেখা গিয়েছে ট্রাফিক সচেতনতার প্রচার করতে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক গার্ডের সঙ্গে যৌথভাবে ট্রাফিক সচেতনতার প্রচার করেছেন তারা। বাইক চালক, গাড়ি চালক সকলকে থামিয়ে তাদের ট্রাফিক সচেতনতার বার্তা দিয়েছেন। এক সেকেন্ডের মধ্যে জীবনে কিভাবে ভয়াবহ পরিবর্তন আসতে পারে, সেই বিষয়টি তারা বুঝিয়েছেন। আবার গাড়ি চালক, বাইক চালকদের হাতে গোলাপ ফুলও তুলে দিয়েছেন তারা।
advertisement
প্রসঙ্গত, জাতীয় সড়কে বাইক বা চারচাকা গাড়ির চালক সকলেই গতির বড়াই দেখাতে ব্যস্ত থাকেন। আর তার মধ্যেই উঠে আসে নানান দুর্ঘটনার ছবি। কখনও কখনও সেই দুর্ঘটনা হয়ে ওঠে প্রাণঘাতী। যে কারণে সারা বছর ধরে ট্রাফিক সচেতনতার প্রচার চালানো হয়। আর সেই ট্রাফিক নিয়ে সচেতন করতে রাস্তায় নেমেছেন বৃহন্নলারা। পুলিশের সঙ্গে তারা করেছেন সচেতনতামূলক প্রচার।
আরও পড়ুনঃ IND vs AUS: বারবার একই ভুল! আর কবে নিজেকে শোধরাবেন বিরাট কোহলি?
পথচলতি মানুষকে এমন ভাবে সচেতন করতে কিন্নররা যে উদ্যোগ দেখিয়েছেন, তা দেখে সাধুবাদ দিয়েছেন সমাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন, নিজের জীবনের রক্ষা নিজেকেই করতে হবে। তাই রাস্তাঘাটে বাইক বা গাড়ি নিয়ে বের হলে, সচেতন হয়ে যাওয়ায় ভাল। পুলিশের পাশাপাশি সেই বার্তা দিতে এগিয়ে এসেছেন কিন্নররা। তাছাড়াও কিন্নরদের এমন উদ্যোগ দেখে পুলিশ কর্তারাও তাদের সাধুবাদ দিয়েছেন। সাধারণ মানুষকে রাস্তায় বেরিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারাও।
নয়ন ঘোষ