TRENDING:

West Bardhaman News: নবজাতক কোলে নাচগান নয়, রাস্তায় কিন্নরদের দেখা গেল অন্য ভূমিকায়

Last Updated:

Third genders gave the message of traffic awareness with police at durgapur: সাধারণত কোনও বাড়িতে সন্তান জন্ম হওয়ার পর তাদের দেখা পাওয়া যায়। নবজাতক কোলে নাচ-গান করতে, আশীর্বাদ দিতে দেখা যায় তাদের। কিন্তু দুর্গাপুরে সেই কিন্নরদের দেখা গেল একেবারে অন্য ভূমিকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: সাধারণত কোনও বাড়িতে সন্তান জন্ম হওয়ার পর তাদের দেখা পাওয়া যায়। নবজাতক কোলে নাচ-গান করতে, আশীর্বাদ দিতে দেখা যায় তাদের। কিন্তু দুর্গাপুরে সেই কিন্নরদের দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। যা দেখে রীতিমত অবাক সকলে। পুলিশের সামনে গাড়ি থামিয়ে তারা কি করছেন? পরে আসল বিষয় পরিষ্কার হতেই অবাক হয়েছেন সকলে।
advertisement

দুর্গাপুরে কিন্নরদের দেখা গিয়েছে ট্রাফিক সচেতনতার প্রচার করতে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক গার্ডের সঙ্গে যৌথভাবে ট্রাফিক সচেতনতার প্রচার করেছেন তারা। বাইক চালক, গাড়ি চালক সকলকে থামিয়ে তাদের ট্রাফিক সচেতনতার বার্তা দিয়েছেন। এক সেকেন্ডের মধ্যে জীবনে কিভাবে ভয়াবহ পরিবর্তন আসতে পারে, সেই বিষয়টি তারা বুঝিয়েছেন। আবার গাড়ি চালক, বাইক চালকদের হাতে গোলাপ ফুলও তুলে দিয়েছেন তারা।

advertisement

প্রসঙ্গত, জাতীয় সড়কে বাইক বা চারচাকা গাড়ির চালক সকলেই গতির বড়াই দেখাতে ব্যস্ত থাকেন। আর তার মধ্যেই উঠে আসে নানান দুর্ঘটনার ছবি। কখনও কখনও সেই দুর্ঘটনা হয়ে ওঠে প্রাণঘাতী। যে কারণে সারা বছর ধরে ট্রাফিক সচেতনতার প্রচার চালানো হয়। আর সেই ট্রাফিক নিয়ে সচেতন করতে রাস্তায় নেমেছেন বৃহন্নলারা। পুলিশের সঙ্গে তারা করেছেন সচেতনতামূলক প্রচার।

advertisement

আরও পড়ুনঃ IND vs AUS: বারবার একই ভুল! আর কবে নিজেকে শোধরাবেন বিরাট কোহলি?

View More

পথচলতি মানুষকে এমন ভাবে সচেতন করতে কিন্নররা যে উদ্যোগ দেখিয়েছেন, তা দেখে সাধুবাদ দিয়েছেন সমাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন, নিজের জীবনের রক্ষা নিজেকেই করতে হবে। তাই রাস্তাঘাটে বাইক বা গাড়ি নিয়ে বের হলে, সচেতন হয়ে যাওয়ায় ভাল। পুলিশের পাশাপাশি সেই বার্তা দিতে এগিয়ে এসেছেন কিন্নররা। তাছাড়াও কিন্নরদের এমন উদ্যোগ দেখে পুলিশ কর্তারাও তাদের সাধুবাদ দিয়েছেন। সাধারণ মানুষকে রাস্তায় বেরিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারাও।

advertisement

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: নবজাতক কোলে নাচগান নয়, রাস্তায় কিন্নরদের দেখা গেল অন্য ভূমিকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল