TRENDING:

Bankura News: জীবন থেকে হারিয়ে গিয়েছে সুখ... ওদের কাছে পড়ে পাওয়া ১৪ আনা এই বনভোজনই

Last Updated:

বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন প্রায় ২৫ জন বৃদ্ধ-বৃদ্ধা। যাঁদের প্রত্যেকেরই পিছনে ফিরে দেখার কেউ নেই। কারও হাত নেই ,কারও পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না। তাঁদের নিয়ে এই আনন্দযজ্ঞ এক দৃষ্টান্ত বটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: পিকনিকে অংশগ্রহণ করলেন বাঁকুড়ার বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারা।  জীবনে অনেক ঝড় ঝাপটা পার করে একে অপরের বন্ধু হয়ে কাটাচ্ছেন তাঁরা। বাঁকুড়ার ওন্দার সিনিয়র সিটিজেন হোম, অমর সেবা সংঘের দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রমের একাধিক বৃদ্ধ-বৃদ্ধা জমিয়ে করলেন বনভোজন।
advertisement

শুনে খুব সাধারণ মনে হলেও ওঁদের আনন্দ দেখলে চোখে জল আসবে। আশেপাশেই নাতি-নাতনির বয়সী বাচ্চারা খেলে বেড়াচ্ছে, দুচোখ ভরে সেদিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। আবার কখনও গানের তালে মেতেও উঠছেন।অমর সেবা সঙ্ঘ পরিচালিত সিনিয়র সিটিজেন হোমের সুপারিনটেনডেন্ট রামানন্দ দাস অধিকারী বলেন, “এ আমার কাছে এক বড় প্রাপ্তি। নতুনভাবে আনন্দ খুঁজে পেয়েছেন আমাদের আবাসিকরা। তাঁদের আনন্দে নাচতে দেখে এবং বাচ্চাদের সঙ্গে খেলতে দেখে প্রত্যেকের মন ভাল হয়ে গেছে। এটাই একটা ভাল বৃদ্ধাশ্রমের লক্ষ্য হওয়া উচিত।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন প্রায় ২৫ জন বৃদ্ধ-বৃদ্ধা। যাঁদের প্রত্যেকেরই পিছনে ফিরে দেখার কেউ নেই। কারও হাত নেই ,কারও পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না। তাঁদের নিয়ে এই আনন্দযজ্ঞ এক দৃষ্টান্ত বটে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: জীবন থেকে হারিয়ে গিয়েছে সুখ... ওদের কাছে পড়ে পাওয়া ১৪ আনা এই বনভোজনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল