আরও পড়ুন: বাড়িতে জারের জল পান করছেন? অজান্তেই শরীরের বিরাট ক্ষতি হচ্ছে, খাওয়ার আগে সাবধান
শ্রমিকদের দাবি পাটঘর থেকে বেল গোডাউন পর্যন্ত স্পিনিং, ওয়াইন্ডিং, ড্রয়িং, ফিনিশিং সহ সব বিভাগে কাজের বোঝা চাপানো হচ্ছে দিনের পর দিন।শ্রমিক কমিয়ে শ্রম বাড়াতে বাধ্য করা হচ্ছে।তারই প্রতিবাদে আজ সকালে জুটমিলের সত্তর শতাংশ শ্রমিক কাজে যাোগ দেয়নি।মিল গেটে হাজিরহলেও কাজে যোগ দেয়নি শ্রমিকরা।বিসিএমইউ শ্রমিক ইউনিয়নের নেতা রঞ্জিত কুমার রায় বলেন,আমাদের দাবি হলসব শ্রমিককে কাজ দিতে হবে। কাজের যে বোঝা চাপানো হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে হবে।আমরা সব সময় আলোচনার জন্য রাজি আছি।
advertisement
আরও পড়ুন: বাঙালি মেয়ের আঙুলের তালে উঠছেন, বসছেন স্টার্ক, রিঙ্কু, KKR-র তোলপাড় করা ভিডিও সুপার ভাইরাল
শ্রমিকরা আশঙ্কিত আজকে একটা বিভাগে যা হচ্ছে আগামী দিনে তাদের সঙ্গেও হতে পারে তাই শ্রমিকরা এক হয়েছে। পার্থ দাঁ নামে এক শ্রমিক বলেন,সেলাই ঘরে আগে দুটো শিফটে কাজ হতো এখন একটা শিফট চলে।তার ওপর মেশিন কমিয়ে দিয়েছে।কর্তৃপক্ষ চাইছে কম শ্রমিক দিয়ে মিল চালাতে।তাহলে কিছু শ্রমিক কাজ পাবে আর কিছু শ্রমিক কাজ পাবে না এটা কি করে হয়।কাজ করলে আমরা সবাই কাজ করবো সকলেরই পরিবার আছে।জুট মিল কর্তৃপক্ষ মিল গেটে নোটিশ দিয়ে আগেই জানিয়ে দিয়েছে বেআইনি স্ট্রাইক করেছে শ্রমিকরা।কাজ না করলে টাকা পাবেনা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাহী হালদার