তবে ডাকঘর খোলার পর পুরানো টাকা জমা নিতেই ব্যস্ত কিন্তু গ্রাহকদের জমানো টাকা বা পুরাতন টাকা পরিবর্তে নতুন টাকা দিচ্ছে না। গ্রাহকরা কোন টাকাই পাচ্ছে না। এই নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছড়ায়।
গ্রাহক দেবশ্রী বক্সি জানিয়েছেন, ‘আমার ভীষন শরীর খারাপ, ওষুধ নেওয়ার মত টাকা নেই৷’ মহিষাদল ডাকঘরে সঞ্চিত টাকা তুলতে আসে টাকা পাচ্ছি না। জানিনা কি হবে।ডাক ঘরে টাকা জমা নেওয়া হলেও টাকা দেওয়া হচ্ছে না। কারণ, ডাকঘরের আধিকারিকরা জানিয়েছেন তাদের কাছে নতুন কোন টাকা নেই তাই গ্রহকদের তাঁরা টাকা দিতে পাচ্ছে না।
advertisement
গ্রাহক নিরুপমা প্রধান বলেন, ‘ডাকঘরে আমার টাকা সঞ্চিত রয়েছে। আমারার স্বামীর ভীষন শরীর খারাপ। ডাক্তার দেখানোর জন্য অর্থের প্রয়োজন তাই ডাকঘরে জমানো টাকা তুলতে এলে টাকা নেই বলে জানানো হয়। ’ সেই সাথে ডাকঘরের আধিকারিকরা জানায়, ‘আমাদের কাছে নতুন টাকা নেই আপনি যদি পুরাতন ৫০০/১০০০ টাকার নোট নিতে চান তাহলে নিতে পারেন। নাহলে পরে আসুন।’