অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিষ্ঠিত বিগ্রহের বহুমূল্যের সোনা ও রুপোর গহনা-সহ বিগ্রহের হাতের রুপোর বাঁশি চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে অন্য একটি বাঁশি দেওয়া হয় বিগ্রহের হাতে ৷ চুরির ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়।
আরও পড়ুন : নেপালে পাচারের আগে শিলিগুড়ির থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার হাতির দাঁত, গ্রেফতার ২
advertisement
মন্দিরের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ জানালে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। কত টাকার অলঙ্কার চুরি হয়েছে, তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি৷ তবে সিসিটিভি-তে ধরা পড়েছে ছবি৷ মনে করা হচ্ছে সে সব ফুটেজ তদন্তের কাজে সহায়ক হবে৷
আরও পড়ুন : অসুস্থ স্বামী কর্মহীন, টোটো চালিয়ে অন্নসংস্থান দুই সন্তানের মায়ের
এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষের কণ্ঠে হতাশার সুর৷ বললেন, কোনওদিন এই মন্দিরে চুরির ঘটনা ঘটেনি৷ তবে তাঁরা আশাবাদী যে পুলিশি তদন্তে অপরাধী ধরা পড়বে৷ উদ্ধার হবে লুঠ হওয়া অলঙ্কার৷
( প্রতিবেদন: রঞ্জিত সরকার)