TRENDING:

ফাঁকা বাড়িতে চুরি, লুটপাট! নাম জড়াল কার জানেন? বিজেপির মন্ডল সভাপতির ভাইয়ের, কোথায় জানুন

Last Updated:

গৃহস্থের ফাঁকা বাড়িতে চুরি, যে চুরির ঘটনায় আবার নাম জড়াল বিজেপির! ভাবতে অবাক লাগছে? আসলে এই চুরির ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন বিজেপির মন্ডল সভাপতি ভাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুপতিনগর, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: গৃহস্থের ফাঁকা বাড়িতে চুরি, যে চুরির ঘটনায় আবার নাম জড়াল বিজেপির! ভাবতে অবাক লাগছে? আসলে এই চুরির ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন বিজেপির মন্ডল সভাপতি ভাই। স্বাভাবিকভাবেই এমন ঘটনা জানাজানি হতেই সমালোচনা শুরু হয়েছে এলাকায়। গৃহস্থের ফাঁকা বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় বিজেপির মন্ডল সভাপতির ভাইয়ের নাম জড়ানোর ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে জেলায়। আর এসব জেনে এখন অনেকের মধ্যেই কৌতূহল, কোথায় ঘটল এমন ঘটনা?
ভুপতিনগর পুলিশ স্টেশন
ভুপতিনগর পুলিশ স্টেশন
advertisement

আরও পড়ুন: মানিকচকে তুলকালাম! ভাঙন রোধে কাজে এসে শ্রমিক-গ্রামবাসীদের হাতাহাতি, কেন ঘটল এমন ঘটনা? জানুন

গৃহস্থের ফাঁকা বাড়িতে চুরি এবং লুটপাটের ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে। জে ঘটনায় এবার বিজেপির মন্ডল সভাপতির ভাই সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি নগর থানার জুখিয়া এলাকায়‌। জানা গিয়েছে, ওই এলাকার এক ব্যক্তি গত সোমবার বাড়িতে তালা লাগিয়ে আত্মীয় বাড়িতে যান। এরপর মঙ্গলবার বিকেলে বাড়ি এসে দেখেন লোহার গ্রিল ভেঙে যাবতীয় জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। আলমারি থেকে একাধিক সোনার গহনা সহ একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় পরে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা।

advertisement

আরও পড়ুন: ‘ভগবানের পোস্ট বক্স’! চিঠি ফেললেই পৌঁছে যাচ্ছে ভগবানের কাছে! ব্যাপারটা কী জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

এরপর পুলিশ তদন্ত করে মোট চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন সমিরন মিদ্দ্যা, সঞ্জয় মিদ্দ্যা, শম্ভু দাস, অরিন্দম শাসমল। এদের মধ্যে সমীরণ হলেন ভগবানপুর- ২ বিজেপির মন্ডল সভাপতি তপন মিদ্দার ভাই। এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফাঁকা বাড়িতে চুরি, লুটপাট! নাম জড়াল কার জানেন? বিজেপির মন্ডল সভাপতির ভাইয়ের, কোথায় জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল