এই প্রকল্পের বিষয়ে ব্যাখ্যা ‘ইজি উর্জা’র ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ঠাকুরপুকুরে যে চার্জিং হাব তৈরি করা হবে, তাতে ৩০০টি চার্জার থাকবে। যা একটি জায়গায় থাকা চার্জিং হাবের নিরিখে সেটি বিশ্বের বৃহত্তম হবে। তবে চিনের একটি চার্জিং হাবে ৬৫০টি চার্জার রয়েছে। সেই নিরিখে এটি সবথেকে বড় হবে।
আরও পড়ুন- বনগাঁর শিক্ষার ইতিহাসে ‘কালো দিন’, চলে গেলেন সবার প্রিয় শিক্ষক
advertisement
প্রায় ২ একর জায়গায় এটি তৈরি হবে। এ নিয়ে ‘ইজি উর্জা’র ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ঠাকুরপুকুরের হাব যে চার্জার থাকবে, সেগুলি সংস্থার হিমাচল প্রদেশের কারখানায় তৈরি করা হবে। তারপর সেগুলি ব্যবহার করা হবে ঠাকরপুকুরের চার্জিং হাবে। সেখানে দ্রুত ও ঢিমেগতির চার্জার লাগানো হবে। যে সংখ্যক চার্জার থাকবে, তার মধ্যে ২০ শতাংশ দ্রুত চার্জ করতে পারবে। ঘণ্টায় ১২০ কিলোওয়াট পর্যন্ত চার্জিংয়ের বন্দোবস্ত থাকবে।
আরও পড়ুন- কাঁপিয়ে আসছে কালবৈশাখী…! মুষলধারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ৬০-৭০ কিমি বেগে উঠবে তুমুল ঝড়
ঠাকুরপুকুর হাবের স্টোরেজ ক্ষমতা হবে ছয় মেগাওয়াট। পরিবেশের কথা মাথায় রেখে সোলার প্যানেল বসানো হবে। এই চার্জিং স্টেশন তৈরি হলে ইভি গাড়ির চার্জিং এর ক্ষেত্রে বিপ্লব আসবে তার আর বলার অপেক্ষা রাখেনা।
নবাব মল্লিক