সাধারণ মহিলাদের ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা। এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলাদের ১০০০ থেকে বেড়ে ১২০০ টাকা করা হয়েছে। বর্ধিত এই অর্থ ধাপে ধাপে ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের একাউন্টে।এ বিষয়ে লক্ষ্মীর ভাণ্ডারের এক উপভোক্তা বলেন , মুখ্যমন্ত্রীর কথামততার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা তার অ্যাকাউন্টে এসেছে। এতে তিনি ভীষণই খুশি। এই টাকা বাড়ায় তার অনেকটাই উপকার হয়েছে।
advertisement
রবিবার জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লধুড়কা শিব মন্দির ময়দানে ছিল তার জনসভা। আর সেই সভা মঞ্চ থেকেও লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের প্রতিমাসে বরাদ্দ অর্থ দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মানুষের কাছে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের কথা তুলে ধরতে ঝুমুর গানের মাধ্যমে প্রচার করা হয়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া জেলাতে লক্ষ্মীর ভাণ্ডারের মোট উপভোক্তা ৬ লক্ষ ২৬ হাজার ১৩ জন। এর মধ্যে পাড়া ব্লক এ রয়েছে ৪৫ হাজার ১০৬ জন। এদের প্রত্যেকেরই একাউন্টে ধাপে ধাপে বর্ধিত অর্থ পৌঁছে দেবে রাজ্য সরকার। বাড়তি অর্থ পেয়ে খুশি জেলা পুরুলিয়ার লক্ষ্মীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি