TRENDING:

Rash Yatra 2024: অভিনব ভাবনা... সীমান্তবর্তী এলাকার মানুষের কাহিনি তুলে ধরা হল নবদ্বীপের রাসে

Last Updated:

পাশাপাশি পুজো কমিটির সেক্রেটারি সুবোধ সাহা জানান, তাদের প্রতিমাতেও থাকছে ভিন্ন ভাবনা। মোটের উপর গোটা মণ্ডপটাকেই সীমান্তবর্তী একটা গ্রামের রূপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবারের ৪৯তম বর্ষের পুজোয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ: সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জীবন যন্ত্রণার কাহিনি নিয়েই ৪৯তম বর্ষের পুজো মণ্ডপ প্রাচীন মায়াপুর ভারত মাতা পুজো কমিটির। নদিয়ার প্রাচীন জনপদ শ্রীধাম নবদ্বীপ, আর এই নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব রাস উৎসব। এই রাস উৎসবে প্রতি বছরই নতুন নতুন ও ব্যতিক্রমী ভাবনায় নিজেদের পুজোকে তুলে ধরে আসছে শহরের প্রাচীন মায়াপুর এলাকার ভারতমাতা পুজো কমিটি। এবছরে তাদের পুজো ৪৯তম বর্ষে পড়ল। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন থিমের ভাবনায় তাদের পুজো তুলে ধরে সকলের প্রশংসা কুরিয়েছে এই পুজো কমিটি। এবার তাদের ভাবনা কাঁটাতার ।
advertisement

পুজো কমিটির সদস্য রাজু সূত্রধর জানান, বর্তমান সময়ে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের জীবন যন্ত্রনার বাস্তব চিত্রটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তাদের পুজো মণ্ডপের মাধ্যমে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নিজেদের জন্মভিটে ছেড়ে দেশান্তর হতে হয়েছিল অসংখ্য সাধারণ মানুষের। বর্তমানে সীমান্তবর্তী এলাকার বহু মানুষের বসবাস ভারতে হলেও, চাষাবাদ করতে তাঁদের কাঁটাতার পেরিয়েই যেতে হয়। পূর্ব পুরুষের জন্মভিটের কথা শুনে বেড়ে ওঠা বর্তমান প্রজন্মের কাছে এসব যেন এক কাল্পনিক কাহিনি।তার কিছু চিত্রই এবারে থিম ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবারের পুজো মণ্ডপে।

advertisement

আরও পড়ুন: কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ‘ভেটকির বদলি’ বাসা মাছ খান, কিন্তু বাসা মাছ আসলে কী মাছ, জানলে নাক সিঁটকাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাশাপাশি পুজো কমিটির সেক্রেটারি সুবোধ সাহা জানান, তাদের প্রতিমাতেও থাকছে ভিন্ন ভাবনা। মোটের উপর গোটা মণ্ডপটাকেই সীমান্তবর্তী একটা গ্রামের রূপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবারের ৪৯তম বর্ষের পুজোয়। শুধু পুজো নয়, পুজোকে ঘিরে থাকছে সাত দিনের আনন্দ মেলারও আয়োজন। নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে প্রাচীন মায়াপুর ভারত মাতা ক্লাবের এই পুজো মণ্ডপ ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিতে যে পেরেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rash Yatra 2024: অভিনব ভাবনা... সীমান্তবর্তী এলাকার মানুষের কাহিনি তুলে ধরা হল নবদ্বীপের রাসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল