বারুইপুর কাছারি বাজারে খুচরো আলুর দাম ৩৪ থেকে ৩৫টাকা, পাইকারি আলুর বস্তা ১৫২০টাকা, যদি সত্যি সত্যি আলু ধর্মঘট শুরু হয়, তাহলে আলুর দাম আবারও বাড়তে পারে এমনটাই মনে করছেন ক্রেতারা, এমনিতেই প্রথম থেকে আলু-পেঁয়াজের দাম মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। আবার যদি আলু ধর্মঘট হয় তাহলে দাম বাড়তে পারে এমনটাই বলছেন ছোট পাইকারি আলু ব্যবসায়ীরা।
advertisement
সূত্রের খবর, ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ, স্টোর গুলোতে যে আলু আছে সেই আলু গোড় আলু, যেগুলো বাইরের রাজ্যে পাঠানো হয়,সেই গোড় আলু, ছাট আলু আমাদের রাজ্যে দাম কম, সেইভাবে এরাজ্যে বিক্রি হয় না। এখনও পর্যন্ত স্টোর গুলোতে ৯ শতাংশ আলু আছে। সেই আলুর দাম পাচ্ছে না বলেই এই ধর্মঘট, বলছেন বারুইপুরের আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে সমস্যা না মিটলে আবার ধর্মঘট শুরু করবেন বলে জানিয়ে দিলেন আলু ব্যবসায়ীরা।
গত অগাস্ট মাসেও আলু ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছিলেন। তার জেরে আলুর সঙ্কট দেখা দিয়েছিল। দামও বেড়েছিল আকাশছোঁয়া। এবারও যদি আলু ব্যবসায়ীরা ধর্মঘট করেন সেক্ষেত্রে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর সঙ্কট দেখা দিতে পারে। দাম বাড়বে আলুর। কিছুদিন আগে থেকে আলুর দাম বাংলার সব বাজারে আকাশছোঁয়া হয়ে যায়। তাতে নাভিশ্বাস ওঠে মধ্যবিত্তের। দাম কমাতে মুখ্যমন্ত্রী দাওয়াই দেন। টাস্ক ফোর্স রাস্তায় নামে। কিন্তু আলুর দাম কমেনি।
সুমন সাহা