কাটোয়ার টেলিফোন ময়দান এলাকার কেজি বসু সরণীর বাসিন্দা ৮২ বছরের ছবি মুখোপাধ্যায় বাজার করার জন্য রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, বাড়ি থেকে বেরিয়ে আসার পরই তাঁর কাছে মোটর সাইকেলে এক যুবক আসে। সেই যুবক তাঁর কাছে একটি বাড়ির ঠিকানা জানতে চায়। কথা বলার ফাঁকেই বৃদ্ধার গলা থেকে হাড় ছিনিয়ে নেয় ওই যুবক। এরপর বৃদ্ধাকে রাস্তার পাশের নর্দমায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে এরপর দ্রুত মোটর সাইকেল চালিয়ে উধাও হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছবি দেবীকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মাথায় আঘাত লেগেছিল। বেশ কিছু অংশ কেটেও গিয়েছিল। মাথায় তিনটি সেলাই দিতে হয়।
advertisement
আরও পড়ুন: তৃণমূলের নেতা-মন্ত্রীরা বিজেপিতে? মিঠুনের দাবি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ! শরিক সুকান্ত
এই ঘটনার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ। কাটোয়া থানার পুলিশ প্রথমেই ওই এলাকার সি সি টিভি ফুটেজ খতিয়ে দেখে। সেই ফুটেজ থেকে মোটর সাইকেলের নম্বর উদ্ধার করা হয়। সেই নম্বরের সূত্র ধরে কাটোয়ার পানুহাট থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ছবি দেবী বলেন, বাড়ির সামনে এমন ঘটনা ঘটে যাবে বুঝে উঠতে পারিনি। ওই ছেলেটি একটি ঠিকানা জানতে চাইছিল। তাই তার সঙ্গে কথা বলছিলাম। সে যে এরকম ব্যবহার করবে ভাবতে পারিনি।
পুলিশ জানিয়েছে, ওই যুবক কত দিন ধরে এই কারবার চালাচ্ছে, তার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, এর আগে কোথায় কোথায় এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে, সেসব বিস্তারিত জানতে তাকে জেরা করা হচ্ছে।