আরও পড়ুন: আত্মরক্ষার কৌশলই সাফল্য এনে দিল কৃষ্ণচন্দ্রপুরের ছাত্রীকে
গণনা থেকে সুন্দরবনের কুমিরের চরিত্র, বাসস্থান, খাদ্য তালিকা সহ অনেকগুলি বিষয় বিশ্লেষণের কাজ করা হচ্ছে। বনদফতর সূত্রের খবর, গত কুমির সুমারিতে ভারতীয় সুন্দরবনে ১৪১টি কুমিরের উপস্থিতি জানা গিয়েছিল। তবে একেবারে ছোট কুমিরকে গণনা থেকে বাদ দেওয়া হয়েছিল সেবার।এবার বেশ খানিকটা বেড়েছে কুমিরের সেই সংখ্যা। এবার সংখ্যাটা হয়েছে ১৬৮।
advertisement
আরও পড়ুন: ভোটের আগে মথুরাপুরে বিরল দৃশ্য! নবীন-প্রবীণ স্বাক্ষাতে আবেগঘন পরিস্থিতি, যা ঘটল অবিশ্বাস্য
এ নিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, সুন্দরবনের ৪২০০ কিলোমিটার এলাকা জুড়েই এই গণনার কাজ করা হয়েছে।সরাসরি দেখে ও এলাকায় কুমিরের উপস্থিতি অনুভব করে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে। ২০১২ সালের পরে এই গণনার কাজ করা হয়েছে, ৩১ টি দল তিন দিন ধরে এই কাজ করেছিল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এবার ২২ টি দল এই কাজে অংশগ্রহণ করেছে। সুন্দরবনে কুমিরের সংখ্যা বাড়ায় খুশি সব পক্ষই।
নবাব মল্লিক