TRENDING:

Snakes Fact: সাপের ভয়ঙ্কর যম 'এটি'...! ধীরে ধীরে কমছে সংখ্যা, বিলুপ্ত হলে বাড়বে মৃত্যু, জানুন কী বলছেন আধিকারিক?

Last Updated:

Snakes Fact: সাপ উদ্ধারের ক্ষেত্রে বাঁকুড়া জেলায় সব সময় উপরের দিকে থাকে শালতোড়া ব্লক। বন দফতরের দেওয়া তথ্য অনুযায়ী শাঁখামুটি সাপের সংখ্যা ধীরে ধীরে কমছে। অত্যন্ত বিষাক্ত এই সাপ, তবে এর মানুষকে কামড় দেওয়ার ঘটনা বিরল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শালতোড়া, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সাপ উদ্ধারের ক্ষেত্রে বাঁকুড়া জেলায় সব সময় উপরের দিকে থাকে শালতোড়া ব্লক। ২০২৪-২৫ সালে প্রায় পঞ্চাশটি সাপ উদ্ধার করা হয় এই ব্লকেই। শালতোড়া রেঞ্জ অফিসার রাজেশ দাসের দেওয়া তথ্য অনুযায়ী ২৭ টি ভারতীয় কোবরা, নয়’টি পাইথন, দু’টি কমন স্যন্ড বোয়া, ৫ টি শঙ্খিনী, একটি ইন্ডিয়ান ক্রেইট, একটি ব্ল্যাক কোবরা, চারটি র‍্যাট স্নেক এবং একটি কমন ক্রেইট উদ্ধার করা হয় ২০২৪-২৫ অর্থবর্ষে। এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপুর্ণ সাপ শাঁখামুটি বা শঙ্খিনী।
advertisement

বন দফতরের দেওয়া তথ্য অনুযায়ী শাঁখামুটি সাপের সংখ্যা ধীরে ধীরে কমছে। অত্যন্ত বিষাক্ত এই সাপ, তবে এর মানুষকে কামড় দেওয়ার ঘটনা বিরল।রেঞ্জ অফিসার রাজেশ দাস জানিয়েছেন, শাঁখামুটি বা শঙ্খিনীর সংখ্যা কমছে ধীরে ধীরে। মানুষ থেকে দূরেই থাকে এই সাপ আবার বিষাক্ত হলেও কামড় দেওয়ার ঘটনা শোনা যায় না। এছাড়াও শাঁখামুটি বা শঙ্খিনী অন্যান্য বিষধর সাপকে ভক্ষণ করে। রাজেশ দাস বলেন শাঁখামুটি বা শঙ্খিনীর প্রধান খাবার হল চন্দ্রবোড়া।

advertisement

আরও পড়ুন-সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী…, জানলে শিউরে উঠবেন

শাঁখামুটি বা শঙ্খিনী সাপ দেখে ভয় পেয়ে এই সাপকে ভুলেও না আঘাত করতে অনুরোধ করেন বন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। প্রকৃতিতে এই সাপ একটি গুরুত্বপূর্ণ বায়োডাইভারসিটি বজায় রাখে। বাঁকুড়ায় প্রতিবছর বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুর ঘটনা চোখে পড়ে। শাখামুটি সাপ থাকলে এই ঘটনা প্রাকৃতিকভাবে কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন রেঞ্জ অফিসার।

advertisement

আরও পড়ুন-১০০ বছর পর দীপাবলিতে বিরল সংযোগ…! ৩ রাশির জ্যাকপট, দু-হাত ভরে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্যের দরজা

সেরা ভিডিও

আরও দেখুন
সাপের ভয়ঙ্কর যম 'এটি'! ধীরে ধীরে কমছে সংখ্যা, বিলুপ্ত হলে বাড়বে মৃত্যু,কী বলছেন আধিকারিক
আরও দেখুন

এই সাপ দেখতে কাল রঙের হয়, এবং গায়ে চাকা চাকা দাগ। আকারে বেশ বড় হয় শাঁখামুটি। বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে দেখা যায় এই সাপ, ইংরেজি নাম ব্যান্ডেড ক্রেইট!

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snakes Fact: সাপের ভয়ঙ্কর যম 'এটি'...! ধীরে ধীরে কমছে সংখ্যা, বিলুপ্ত হলে বাড়বে মৃত্যু, জানুন কী বলছেন আধিকারিক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল