আরও পড়ুন: চিকিৎসায় কলকাতার বিকল্প খুঁজতে চিন্তায় বাংলাদেশিরা! ভিসা দিচ্ছে না ভারত, নজরে কোন শহরে?
সুমিত্রার নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ে তার পরিবার। জানানো হয় প্রশাসনকেও। তবে সেই অর্থে সদর্থক কোনও সুরাহা হয়নি। এরপর সুমিত্রার সঙ্গে যাওয়া সঙ্গী-সাথীরাও প্রয়াগরাজ থেকে ফিরে আসেন। তবে তাদের সঙ্গে সুমিত্রা দেবী না ফেরাতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে পরিবার। তবে এর পরেই হঠাৎই শুক্রবার দিন বাড়ি ফিরে আসে সুমিত্রা দেবী, তারপরেই পরিবারে আসে খুশির জোয়ার।
advertisement
আরও পড়ুন: জোড়া পশ্চিমি ঝঞ্ঝায় শীতের বিদায় আসন্ন! দিনক্ষণও জানিয়ে দিল আবহাওয়া দফতর
তবে কেমন ছিল সুমিত্রা দেবীর কুম্ভ স্নান যাত্রা, কেনই বা তিনি হারিয়ে গিয়েছিলেন এবং কীভাবে তিনি ফিরে এলেন তা জানালেন তিনি আমাদেরকে। তিনি বলেন, “বাড়িতে ফিরে এসে খুবই ভালো লাগছে তার। ওখানে বিশাল ভিড়, কী করব, না করব কিছুই বুঝতে পারছিলাম না। একবার মনে হয়েছিল হয়তো বাড়ি চলে গেলেই ভাল হত যেহেতু আমার সঙ্গীদের হারিয়ে ফেলেছি। গঙ্গাস্নান করতে এসে গঙ্গাস্নান করতে পারলাম না। আবার খারাপও লাগছে এত দূর থেকে এসে গঙ্গাস্নান হল না।”
এরপর তিনি দেখেন খানিকটা দূরে বেশ কিছু লোক বাংলায় কথা বলছেন, তাদের কাছে গিয়ে সাহায্য চাইতেই তারা কুম্ভ মেলা থেকে ওই গৃহবধূকে নিয়ে ফিরিয়ে দেন তার বাড়িতে। নিজের বাড়ির সদস্যকে ফিরে পেয়ে সাহায্যকারী ওই তীর্থযাত্রীদেরও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন সুমিত্রার পরিবারের লোকজনেরা।