খণ্ডঘোষ থানার পাঠানপাড়া এলাকায় গভীর রাতের সোনার দোকানে শাটার ভেঙে এভাবেই লুটপাট চালালো দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। আতঙ্কিত এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। রাতে পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে।
আরও পড়ুন: শোরগোলের মাঝেই উদ্ধার ২১ টি গরু, গ্রেফতার ১১! বর্ধমানে দু'টি গাড়ি আটক করল পুলিশ
advertisement
জানা গিয়েছে, দুষ্কৃতীরা দোকানে থাকা সি সি ক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়ে যথেচ্ছ লুটপাট চালায়। খবর পেয়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা সেখানে গেলে এক দুষ্কৃতী তাঁদের আগ্নেয়াস্ত্র দেখায় বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খণ্ডঘোষ থানার পুলিশ খবর পেয়ে রওনা দেয়। কিন্তু তারা আর দুষ্কৃতীদের দেখা পায়নি।
সোনার দোকানের মালিক স্বরূপ দাসের দাবি, দোকানের ক্যাশ বাক্সে পঞ্চাশ হাজার টাকা ছিল। এছাড়াও দেড় লক্ষ টাকার সোনার গয়না ছিল। সব কিছুই নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সি সি ক্যামেরার মুখ উল্টোদিকে ঘুরিয়ে দিয়ে তারা লুটপাট চালায়।
আরও পড়ুন: স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেই! টাকার অভাবে পড়া বন্ধ! ভয়াবহ কাণ্ড ঘটাল ছাত্রী!
খণ্ডঘোষ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই এলাকায় ঢোকা বেরোনোর অন্যান্য সি সি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। ওই সময় কারা ওই এলাকায় ঢুকেছিল কখন বেরোল, তা সেই সব সি সি ক্যামেরায় ধরা যাবে বলে আশা করা হচ্ছে। সেই ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। দুষ্কৃতীরা কীভাবে এসেছিল, হেঁটে এসেছিল না মোটর সাইকেলে সেসব খোঁজ নেওয়া হচ্ছে।