স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারীতে ,কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের সঙ্গে ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছিল। রাতে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম হয়।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, তারপর প্রবল প্রতাপে বাঁকুড়ায় জমিদারি, আর আজ নেই
advertisement
মেলায় বৈদ্যুতিক নাগরদোলা চড়তে উঠেছিলো কুমিরমারীর সায়ন্তনী মন্ডল, মানসী মন্ডল, ও টুম্পা মন্ডল।হঠাৎ নাগরদোলা চড়ার সময় এই তিনজন ছিটকে পড়ে যায়। গুরুতর আহত হয় সায়ন্তনী মন্ডল নামে এক কিশোরী । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেলভিউ নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয় । ঘটনার খবর জানাজানি হতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
আরও পড়ুন: মাধ্যমিকের শেষ মুহূর্তের বাংলা সাজেশন! ভাল নম্বর পেতে সহজ কিছু টিপস্
উল্লেখ্য, কয়েকদিন আগেই বারুইপুরে একটি মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত হয় তিনজন। তবে সেবার প্রাণে বেঁচে যান আহত ব্যক্তিরা। এবার নাগরদোলা থেকে পড়ে মারা গেল ওই ছাত্রী। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় অমল মণ্ডল নামে নাগরদোলার মালিককে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।
সুমন সাহা