অনেকে আবার ওই জন্তুকে বাঘ বলেও আশঙ্কা করছেন। তিরোল গ্রামের একটি সোনার দোকানের সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে ভয়ঙ্কর জন্তুর ছবি। লোকালয়ে অজানা জন্তুর অস্তিত্বে রাতের ঘুম উড়েছে তিরোলবাসীর।
তবে ওই জন্তু আসলে কী? তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে তিরোলে। এটি বাঘ না কি অন্য কোনও প্রাণী, তা জানতে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরে। তবে আরামবাগের মতো জায়গায় বাঘ থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বন দফতর।
advertisement
তবে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চার পায়ের এক জন্তুকে দেখা যাচ্ছে তা নিয়ে ক্রমেই আতঙ্ক রহস্য ঘনীভূত হয়েছে এলাকার মানুষের মধ্যে। এখন রাত হলেই বাড়ির বাইরে বেরোনোর সাহস দেখাতে পারছেন না এলাকার মানুষজন।
আরামবাগ বন দফতরে খবর দেওয়া হলে তারা প্রাণীটিকে ধরার জন্য পরিকল্পনা শুরু করেছে। প্রাণীটি যাতে সুরক্ষিত থাকে, এলাকাবাসীরা যেন প্রাণীটির কোনও ক্ষতি না করতে পারে সেদিকেও নজর রাখছেন বনকর্মীরা।
ইতিমধ্যেই ওই জন্তু ধরতে খাঁচা পাতা হয়েছে গ্রামের মধ্যে। এই বিষয়ে আরামবাগ বনবিভাগের রেঞ্জার আশরাফুল ইসলাম বলেন, পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে খবর আসে কোনও ভয়ংকর জন্তু ঘুরছে এলাকায়।
সেই মতো প্রস্তুতি নিয়ে জন্তুটিকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে। তবে আসলে জন্তুটি এখনও চিহ্নিত করা যায়নি। আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি।
রাহী হালদার





