আরও পড়ুন: চোখের পলকেই সর্বনাশ…! খেলতে গিয়ে তিন শিশুর সঙ্গে যা ঘটল, শুনলে শিউরে উঠবেন
আমাদের দেশ তথা রাজ্যে বিপুল জনসংখ্যার সঙ্গে সমানতালে বৃদ্ধি পাচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা তারই সঙ্গে বিভিন্ন উৎস থেকে প্রতিনিয়ত হাজার হাজার টন বর্জ্য তৈরি হচ্ছে। কিন্তু এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক পদ্ধতির সঠিক বাস্তবায়ন করা হয়ে ওঠেনি এখনো।
advertisement
আরও পড়ুন: গুরগাঁও পর বাংলাতে রয়েছে ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট ইন্সটিটিউট! রইল ঠিকানা
কঠিন বর্জ্যের অপূরণীয় ব্যবস্থাপনার কারণে মাটি, জল এবং বায়ু দূষিত হতে পারে। তরল বর্জ্যের অপর্যাপ্ত ব্যবস্থাপনার কারণে জল দূষণ এবং রোগের বিস্তার হতে পারে। তাই, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ প্রতিরোধ করা সম্ভব, যা মানব স্বাস্থ্যকে রক্ষা করে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়তা করে। বসিরহাটের গ্রামের স্কুলের ছাত্রদের তৈরি এই বিশেষ বিশেষ ডাস্টবিনের মুখে একটি সেন্সরের ব্যবহার করা হয়েছে যেখানে বর্জ্য পড়লেই তা সেন্সরের মাধ্যমে কঠিন ও তরল চিহ্নিত করে আলাদা আলাদা পাত্রে ফেলবে। গ্রামের স্কুলের ছাত্রদের এই অভিনব মডেল সাড়া পড়ল।
জুলফিকার মোল্যা