TRENDING:

Hooghly news: দেড় মন দুধ, ২৮ ঘড়া গঙ্গাজল! মাহেশে পালিত হল জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব

Last Updated:

Mahesh Jagannath Mandir- জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হুগলির মাহেশের পালিত হল ৬২৯তম মহেশ জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। স্নান যাত্রা উপলক্ষে সকালে মন্দিরের গর্বগৃহ থেকে বের করে আনা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হুগলির মাহেশের পালিত হল ৬২৯তম মহেশ জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। স্নান যাত্রা উপলক্ষে সকালে মন্দিরের গর্বগৃহ থেকে বের করে আনা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। মন্দিরের বারান্দায় রাখা হয় ,প্রভুকে দেখতে সেখানে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় জমে। মঙ্গলাআরতির পর কবন্ডি যাত্রা সহকারে সকাল সাতটার সময় প্রভুকে বেদী থেকে নিয়ে আসা হয় মন্দির সংলগ্ন স্নান মঞ্চে। দেড়মণ দুধ ও ২৮ ঘরা গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় বিগ্রহকে।
advertisement

পুরীতে যেমন ১২ বছর অন্তর নবকলেবর হয়, মাহেশের বিগ্রহের কোনও পরিবর্তন হয় না। প্রথমে তোলা হয় নারায়ণ শিলা , তার পর বলরাম তার পর সুভদ্রা সবশেষে ওঠেন জগতের নাথ জগন্নাথ। আজকের দিনে বলা হয় প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। এর পর প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বিভিন্ন বেশের পোশাক পরানো হয়।

advertisement

আরও পড়ুন- বুধবার দিঘায় পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা, বেশ কিছু দিন বন্ধ থাকবে জগন্নাথ মন্দির

প্রথমে হবে অবকাশ বেশ, তার পর হবে স্নান বেশ।  এবছর ১০: ৪৭ মিনিটে হয় মহাঅভিষেক, যা ১০৮ ব্রহ্ম দ্বারা বিভিন্ন তীর্থের জল থেকে শুরু করে পঞ্চগব্য, পঞ্চমৃত ,বিভিন্ন তৈল, রত্নদ্বকায় পুষ্প দখায়, ধাতু দখায় সহ দ্বাদশ মৃত্তিকা দ্বারা মহাপ্রভুকে মহা অভিষেক করা হয়। দুপুর ১২:১০ মিনিটে মহাযোগের পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়।

advertisement

View More

এখানে ২৮ ঘরা গঙ্গাজল , দেড় মণ দুধ দিয়ে প্রভুকে স্নান করানো হয়। এর পর মহাপ্রভু গজ বেশ ধারণ করেন। সারাদিন ভক্তদের মাঝে থাকেন জগন্নাথদেব। পুজোর পর তাঁকে মন্দিরে রাখা হয়। কথিত আছে, এই স্নানের পর জ্বর আসে জগন্নাথ, বলরাম., সুভদ্রার। তাই সন্ধ্যার পর থেকেই মন্দির বন্ধ রেখে সেবা-সুশ্রুষা করা হয় তাঁদের । কবিরাজের পাঁচন খেয়ে সুস্থ হন তিন ভাই-বোন। এরপর ১৫ দিন পর তাদের ফের বাইরে আনা হয়। ভক্তদের মাঝে ভোগ বিতরণ করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: দেড় মন দুধ, ২৮ ঘড়া গঙ্গাজল! মাহেশে পালিত হল জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল