TRENDING:

Howrah News: এলাকার প্রাচীন মন্দির, এখানেই সেই ইতিহাস! অবশিষ্ট জানলে চুরি হবে ঘুম

Last Updated:

Howrah News: বাগনানের বাঁটুল গ্রামের শাঁখারি পাড়ায় রয়েছে বহু প্রাচীন দধি বামন জিউর মন্দির, হাওড়া জেলার ঐতিহ্য এই পাঁচ চূড়া বিশিষ্ট মন্দির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বাগনানের বাঁটুল গ্রামের শাখারি পাড়ায় রয়েছে বহু প্রাচীন দধি বামন জিউর মন্দির। এই মন্দিরের নির্দিষ্ট প্রতিষ্ঠা কাল জানা যায়নি। স্থানীয় মানুষ জানান, প্রায় চারশত প্রাচীন এই মন্দির। বাঁটুল গ্রামের বাসিন্দা নীলমণি দাসের পূর্ব পুরুষের বাসস্থান ছিলো হুগলির খানাকুলে। সেখান থেকে আসার পর হাওড়ায় বসতি স্থাপন, প্রায় ৪০০ বছর আগের কথা।হাওড়ার বাগনানের বাঁটুলের শাঁখারি পাড়া ও তার পার্শবর্তী এলাকা সে সময় জঙ্গলময় ছিল।
advertisement

শাঁখারী পরিবার এবং কুলোপুরোহিত পরিবার মিলে চলে আসে। সেই সময় তাঁদের কুলো দেবতাকে নিয়ে আসেন বাঁটুল গ্রামে। তার দীর্ঘদিন পর ১২০৩ সালে মন্দির প্রতিষ্ঠা হয়। সেই থেকে বংশ পরম্পরায় পুরোহিত পুজো করে আসছেন । বর্তমানে কাশীনাথ বটব্যাল তাঁরা চার ভাই পুরোহিত এই মন্দিরের।

পাঁচ চূড়া বিশিষ্ট বিশাল আকার মন্দির। এই মন্দিরে বিরাজ করছেন শিলা মূর্তি শ্রী শ্রী দধি বামন জিউ, গধাধরের মূর্তি, লক্ষ্মী মূর্তি এবং শিবের শিলা মূর্তি। মন্দিরের পাশেই রয়েছে দুর্গা দালান। এ সময়েও মা দুর্গার কৃপায় মেলে মৃগী রোগের অষুধ। জানা যায়, আজও ভক্তিতে মেলে মৃগী রোগ থেকে মুক্তি। বর্তমান সময়েও মানুষ আসেন মৃগী রোগ থেকে মুক্তি পেতে এই অষুধ নিতে, জানান পুরোহিত কাশিনাথ বটব্যাল।

advertisement

আরও পড়ুন: Birbhum News: গরিবের রাজা রবিনহুড! দু'হাত নেই, মায়ার বাঁধনে অসহায়ের পরম বন্ধু জগন্নাথ

View More

আরও পড়ুন: Hooghly News: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে এ কী কাণ্ড, দেখতে লোক জড়ো হল আরামবাগের রাস্তায়

স্থানীয় মানুষ জানায়, সে সময় মন্দির ছিল কাঁচা। ভগবানের স্বপ্নাদেশে নদী থেকে মেলে তিন নৌকা বোঝাই শাঁখা। ভগবানের ইচ্ছা মতোই। পরবর্তী সময় সেই শাঁখা বিক্রি করে নির্মিত হয় মন্দির। গ্রামের বিভিন্ন প্রান্ত এবং দূর দূরান্ত থেকে মানুষ ভক্তি করে আসেন এই মন্দিরে পুজো দিতে। প্রতিদিন নিয়ম করে দুই বেলা পুজো অনুষ্ঠিত হয়। সারা বছর জন্মাষ্টমী দোল বিশেষ দিন গুলিতে বিশেষ পুজোর আয়োজন হয়। বাগনান তথা জেলায় বড় প্রাচীন নারায়ণ মন্দির এটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এলাকার প্রাচীন মন্দির, এখানেই সেই ইতিহাস! অবশিষ্ট জানলে চুরি হবে ঘুম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল