হোম /খবর /হুগলি /
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে এ কী কাণ্ড, দেখতে ভিড় আরামবাগের রাস্তায়

Hooghly News: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে এ কী কাণ্ড, দেখতে লোক জড়ো হল আরামবাগের রাস্তায়

X
গাড়িতে [object Object]

গাড়ির মালিক ছুটে আসেন এলাকায়

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আরামবাগ, হুগলি:  দাঁড়িয়ে থাকা লরিতে হঠাৎই আগুন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়াল হুগলির আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মাদ্রা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মিলের সামনে লরিটি দাঁড়িয়েছিল। তখনই হঠাৎই লরিটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ধোঁয়ায় ছেয়ে যায় সারা এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় আরামবাগ দমকল কেন্দ্রে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।

স্থানীয়রা এলাকার বাসিন্দারা জানান লরিটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল হঠাৎই দাউ দাউ করে আগুন লাগার ঘটনা নজরে আসে। তড়িঘড়ি এলাকার আশেপাশে মানুষ ছুটে গেলেও ততক্ষণে লরিটিতে ভয়াবহ আগুন লাগে। আস্তে আস্তে আগুনের তেজ এতটাই ক্রমশ বাড়তে থাকে নিয়ন্ত্রণে আনা যায়নি।

আরও পড়ুন- ভুল মেসেজ পাঠিয়ে আর নেই চিন্তা, চট করে বদলান লেখা! WhatsApp আনছে দুর্দান্ত ফিচার

আরও পড়ুন- বাইডেন, সুনককে দশ গোল! মোদি ভেঙে দিলেন সব রেকর্ড, গ্লোবাল রেটিংয়ে ধামাকা

অন্যদিকে গাড়ি মালিক জানান ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে এসে দেখি বাড়িতে যেভাবে আগুন লাগে ঠিক সেই ভাবেই দাউ দাউ করে আগুন লেগে পুরো পুড়ে ছাই হয়ে গেছে।

 

এরপর আরামবাগ থানার পুলিশ দমকল কর্মীরা তড়িঘড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কী ভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ।

Suvojit Ghosh

Published by:Uddalak B
First published:

Tags: Local news