TRENDING:

Nadia News: কৃষ্ণনগরের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে সারা ভারতের মেয়েরা! ফুটবল স্কিল নজর কাড়ছে সকলের

Last Updated:

Nadia News: কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল জেলা স্টেডিয়ামে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে ২৯ তম সিনিয়র উইমেন চ্যাম্পিয়নশিপ ফুটবলের প্রতিযোগিতা শুরু হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল জেলা স্টেডিয়ামে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে ২৯ তম সিনিয়র উইমেন চ্যাম্পিয়নশিপ ফুটবলের প্রতিযোগিতা শুরু হল। প্রথম দিন অংশগ্রহণ করে চারটি টিম। এই চারটি টিম হল জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং বিহার। প্রথম খেলাটি আয়োজন করা হয় বাংলা এবং বিহারের মধ্যে।
advertisement

বাংলা টিম জয়লাভ করে ২ – ০ গোলে। পরবর্তী পর্যায়ে খেলা হয় কর্নাটক এবং জম্মু-কাশ্মীর টিমের মধ্যে। যেই খেলায় জয়লাভ করে কর্ণাটক বিপুল পরিমাণে গোল দিয়ে। এর পরবর্তী পর্যায়ে আরও দুই দিন এই খেলা পর্যায়ক্রমে চলতে থাকে। এবং বিজেতা দলগুলি নিয়ে পরবর্তী খেলাও শীঘ্রই আয়োজন করা হবে বলে জানা যায় কর্তৃপক্ষ সূত্র মারফত।

advertisement

আরও পড়ুনঃ IND vs NZ: দ্বিতীয় টেস্টে ভারতীয় দল থেকে বাদ ৪ তারকা! মহা চমক দেবে টিম ইন্ডিয়া! কারা আসবে দলে?

নদিয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কৌশিক মন্ডল জানান,”যেহেতু এটি একটি গ্রুপ পর্যায়ের খেলা সেই কারণে একটি পর্যায়ের খেলা আপাতত কৃষ্ণনগর ডি এল রায় স্টেডিয়ামে আয়োজন করা হয়। এই পর্যায়ে থেকে একটি মাত্র টিম জয়লাভ করে পরবর্তী পর্যায়ের খেলায় অংশগ্রহণ করতে পারবে। খেলাটি চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত। যদিও ফাইনাল খেলাটি কোথায় হবে সেই বিষয়ে এখনওকোনও তথ্য আসেনি। তবে আমরা চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে এই খেলা যেন আমাদের তত্ত্বাবধানে দায়িত্ব দেয়।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কৃষ্ণনগরের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে সারা ভারতের মেয়েরা! ফুটবল স্কিল নজর কাড়ছে সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল