TRENDING:

North 24 Parganas News: বিপুল আয়োজন! বদলে যাবে বাংলার এই স্টেশন, খরচ ২৯ কোটি, দেখলে চিনতে পারবেন না

Last Updated:

North 24 Parganas News: ৯ কোটি টাকা ব্যায়ে তৈরি হতে চলেছে ঠাকুরনগর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম, এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: মতুয়াগড় ঠাকুরনগরে প্রতিবছর লক্ষাধিক ভক্তের সমাগম হয় বারুণী মেলা ঘিরে। আর তাই ২৯ কোটি টাকা ব্যায়ে তৈরি হতে চলেছে ঠাকুরনগর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম, এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ। পাশাপাশি, জেলার সর্ববৃহৎ ফুলের বাজার হওয়ায়, ঠাকুরনগর রেলস্টেশনের উপর নির্ভরশীল কয়েক হাজার ফুল ব্যবসায়ী।
advertisement

এ দিন থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হল ঠাকুরনগর স্টেশনের তৃতীয় লাইন, তিন নম্বর প্ল্যাটফর্ম সহ এক ও দুই নম্বর প্ল্যাটফর্ম সংস্কারের। অনুষ্ঠান উপলক্ষে ঠাকুরনগর স্টেশন চত্বরে হাজির ছিলেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তুনু ঠাকুর, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম-সহ রেলের আধিকারিকরা। রেলের তরফে জানানো হয়, নতুন প্ল্যাটফর্ম ৬০০ মিটার দৈর্ঘ্যের হবে। আগের দুটো প্ল্যাটফর্মও সম্প্রসারণ করে ৬০০ মিটার করা হবে। যাতে ২৪ কোচের ট্রেন ঠাকুরনগর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে সেই জন্যই এই সংস্কার।

advertisement

মনে করা হচ্ছে মতুয়া তীর্থস্থান ঠাকুরনগরে ভক্তদের কথা মাথায় রেখেই নতুন ট্রেন চালু করা হতে পারে। প্ল্যাটফর্মে শেল্টার, যাত্রীদের বসার জায়গা, ওয়াটার বুথও করা হবে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের যাতায়াতের জন্য একটি চওড়া ফুট ওভার ব্রিজ তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

এ ছাড়া এক নম্বর প্ল্যাটফর্মের একটি ভিআইপি লাউঞ্জ গড়ে তোলা হবে বলেও জানা গিয়েছে। গোটা এই প্রকল্পে রেলের খরচ হবে ২৯ কোটি ৮০ লক্ষ টাকা। সারা বছরই বহু ভক্ত ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন পাশাপাশি ঠাকুরনগর এর ফুল ব্যবসায়ীদেরও বিশেষ সুবিধা হবে এই আধুনিকীকরণে। আগামী দিনে নতুন রূপে স্টেশন হলে অর্থনৈতিকভাবেও বদলাবে ঠাকুরনগর বলেই আশা এলাকার মানুষদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিপুল আয়োজন! বদলে যাবে বাংলার এই স্টেশন, খরচ ২৯ কোটি, দেখলে চিনতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল