প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই ছিল সশস্ত্র পুলিশ বাহিনী। এমনকি যথেষ্ট সংখ্যায় মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছিল। এছাড়াও যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তৈরি করা হয়েছিল ১১ টি কুইক রেসপন্স টিম (QRT)।
এছাড়াও বর্ধমান স্টেশন সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। এছাড়াও খোলা হয়েছিল হেল্প ডেস্ক।
advertisement
আরও পড়ুন : মালদহের চাঁচলে পুলিশের জালে জলের পাইপ চুরির চক্র, গ্রেফতার ৪
জেলা প্রশাসনের তরফে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছিল। এক কথায় টেট পরীক্ষা নির্বিঘ্নে করতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনও জেলা পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়।
শুধু রাজ্য পুলিশ নয়, টেট পরীক্ষা নির্বিঘ্নে করতে এ বার বেসরকারি সংস্থাকেও কাজে লাগানো হয়েছিল। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের ছবি,অ্যাডমিট কার্ড সহ প্রয়োজনীয় সব পরীক্ষা করে পর্ষদ নিযুক্ত এই বেসরকারি সংস্থার কর্মীরা।
আরও পড়ুন : আসানসোলে হবে দুই বর্ধমানের শিল্প সম্মেলন, তুঙ্গে প্রশাসনিক প্রস্তুতি
বায়োমেট্রিক-সহ সমস্ত রকমের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়ই পরীক্ষার্থীর সমস্ত তথ্য যাচাই করছে পর্ষদ নিযুক্ত এই সংস্থা। পাশাপাশি পুলিশ প্রশাসনের মধ্যেও ব্যাপকতা লক্ষ্য করা যাচ্ছিল সকাল থেকে। পরীক্ষা চলাকালীন পুলিশের বিভিন্ন গাড়ি পরীক্ষা কেন্দ্র আশপাশে টহল দিয়েছে পরীক্ষার পর উত্তরপত্র প্রশাসনের হেফাজতের পৌঁছানোর পর স্বস্তির নিশ্বাস ফেলে পুলিশ প্রশাসন। পরীক্ষা কে কেন্দ্র করে জেলার কোথাও কোন বড় ধরনের সমস্যা হয়নি বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।