TRENDING:

Purba Bardhaman News: ভয়াবহ পরিস্থিতি কালনা শহরে, ঘরের মধ্যেও জমে রয়েছে জল, বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা 

Last Updated:

দুদিন ধরে একটানা বৃষ্টি আর যার জেরে জলমগ্ন কালনা শহরের বিভিন্ন এলাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অম্বিকা কালনা: দু’দিন ধরে একটানা বৃষ্টি৷ যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে কালনা শহরের বিভিন্ন এলাকা। যার মধ্যে সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়েছে, কালনা শহরের ৯ নম্বর ওয়ার্ডের যুগিপাড়া এলাকার বাসিন্দারা।
advertisement

স্থানীয়দের কথায় এই সমস্যা নতুন কিছু নয়। দীর্ঘ বহু বছর ধরেই তাঁদের এহেন সমস্যার সম্মুখীন হতে হয়। অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে সমগ্র এলাকা। বর্তমানে এই এলাকার পরিস্থিতি সত্যিই ভয়াবহ।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে জলের তলায় রাজ্যের কৃষিজমি, কপালে ভাঁজ চাষিদের, পুজোর মরসুমে সবজির দাম আকাশছোঁয়ার আশঙ্কা

টানা বৃষ্টিতে রাস্তার মধ্যে জল জমেছে৷ এমনকি স্থানীয়দের বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে। অভিযোগ করেছেন ঘরের মধ্যেও পা রাখার জায়গা নেই। কোনও রকমে দিন যাপন করতে হচ্ছে স্থানীয়দের।

advertisement

View More

আরও পড়ুন: টানা বৃষ্টিপাতের জের, ভেঙে পড়ল একাধিক বাড়ি, ডুবল সড়ক পথ, রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অরিজিৎ সাহা জানিয়েছেন, “ড্রেন পরিষ্কার না করার কারণেই এই জল জমছে। প্রায় কুড়ি বছরের বেশি সময় ধরে এই সমস্যা হয়। অল্প বৃষ্টি হলেই এখানে জল জমে যায়। তাও আজ অবধি কোনও সুরাহা মেলেনি। প্রায় ১৫ বছর ধরে ড্রেন পরিষ্কারই হয়নি।’’

advertisement

রাস্তার পাশাপাশি এই এলাকার বেশিরভাগ ঘরেও জল ঢুকেছে। স্থানীয়দের কথায় বিগত প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে তাঁদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও সমাধান হয়নি ।

এছাড়াও নিকাশি ব্যবস্থা ঠিক না থাকা এবং ড্রেন পরিস্কার না হওয়ার বিষয়েও অভিযোগ জানিয়েছেন অনেকেই। সকলের দাবী, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে এবং ড্রেন পরিস্কার না করার কারণেই প্রত্যেকবছর এহেন সমস্যার সৃষ্টি হয় ।

advertisement

যদিও এই বিষয়ে এলাকার কাউন্সিলর সুজয় সিদ্ধান্ত জানিয়েছেন, ‘‘ আমাদের পক্ষ থেকে বিভিন্ন কাজ করা হয়। তবে মানুষকেও সচেতন হতে হবে, ড্রেনের মধ্যে আবর্জনা ফেললে চলবে না। আমরা মাপ-যোগ করেছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।”

জমা জলের কারণে এই এলাকায় বিভিন্ন পোকামাকড়-সহ বাড়তে পারে ডেঙ্গুর প্রভাব। এছাড়াও ঘরের মধ্যে বিষধর সাপ প্রবেশের বিষয় নিয়েও আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

advertisement

সব মিলিয়ে বর্তমানে চরম সমস্যায় রয়েছেন পূর্ব বর্ধমানের কালনার এই এলাকার বাসিন্দারা। তবে শুধু এই এলাকা নয়, কালনা শহরের আরও বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার মত ঘটনা ঘটেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: ভয়াবহ পরিস্থিতি কালনা শহরে, ঘরের মধ্যেও জমে রয়েছে জল, বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল