মঙ্গলবার ভোররাত থেকে শুরু হয়েছে ভয়াবহ এই ভাঙন। কোনরকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করে ভাঙনের ফলে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে গৃহস্থের সব কিছুই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। গঙ্গার জলে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি গরু। ভেসে গিয়েছে বহু গাছপালা। ফাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন কালীমন্দিরে। যেকোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে এই মন্দিরও।
advertisement
মঙ্গলবার সকাল থেকেই আতঙ্ক আর হুড়োহুড়িতে যে যেদিকে পারছেন পালাচ্ছেন। বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু কোথায় যাবেন কী করবেন ভেবে পাচ্ছেন না তারা।
প্রসঙ্গত, গত কয়েকদিন থেকেই সামশেরগঞ্জে বেশ কয়েকটি গ্রামে বন্যা আতঙ্ক লক্ষ করা যাচ্ছে। এরই মাঝে ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোররাতে বাড়ি তলিয়ে গিয়েছে মাধুরী সরকার, পলাশ সিংহ , লোহারাম সিংহ, অরিজিৎ বর্মন, লক্ষণ বর্মন-সহ আরও বেশ কয়েকটি পরিবারের। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কয়েকশো পরিবার। অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।