স্হানীয় বাসিন্দারা জানান, " সোমবার রাতে হঠাৎই সরকারি কলোনিতে সুভাষ হালদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আমরা আগুনের শিখা দেখতে পাই, তার পরই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । পরবর্তীতে ধুলিয়ান থেকে দমকলের একটি ইঞ্জিন আসতে দেরি করে । তার আগেই আমাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।"
advertisement
এক সপ্তাহ আগে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, শেখপাড়া-সহ বিভিন্ন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে । তখনও দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । পাশাপাশি ফরাক্কাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে । তখনও দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
আরও পড়ুন : মহরম উপলক্ষে বাড়তি সময় জল সরবরাহ বর্ধমান পুরসভার
রঘুনাথগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পুলিশ আধিকারিক জানান, " রঘুনাথগঞ্জের গর্ভটমেন্ট কলোনিতে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে, তাতে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলেই প্রাথমিক ভাবে অনুমান । " যদিও এই অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বোঝা যায়নি । একটি ঘরে আসবাবপত্র-সহ অধিকাংশ জিনিস পুড়ে যায় ।
আরও পড়ুন : ভাঙনে গঙ্গাপ্রাপ্তি বিদ্যালয়ের, মালদহে একটু একটু করে নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে স্কুলবাড়ি
এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । রঘুনাথগঞ্জে এখনও কোন অগ্নি নির্বাপণ কেন্দ্র গড়ে ওঠেনি । একমাত্র ভরসা এক ঘন্টার দূরত্বের ধুলিয়ান । ধুলিয়ান থেকে যতক্ষণে অগ্নি নির্বাপণের গাড়ি আসে, ততক্ষণে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে রঘুনাথগঞ্জে দমকল কেন্দ্র গড়ার দাবি করা হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।






