কোন পুরসভার চেয়ারম্যান কে হবেন, সেই তালিকা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে ঠিক করে দেওয়া হয়েছিল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন, তৃণমূলের জেতা পুরসভাগুলিতে কোথায় কে চেয়ারম্যান হবেন, সেই তালিকা তিনি নিজে খতিয়ে দেখে নিয়েছেন৷
আরও পড়ুন: 'আমি নিরাপদ নই', প্রবল চাপের মুখে তোলপাড় অনুব্রত মণ্ডলের! গেল না দুশ্চিন্তাও
advertisement
খড়ার পুরসভায় তৃণমূলের তরফে সন্ন্যাসী দলুইকে চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছিল৷ কিন্তু সন্ন্যাসী দলুইকে চেয়ারম্যান হিসেবে মানতে চাননি তৃণমূল কর্মীদের একাংশ৷ তাঁদের বিক্ষোভের জেরে শপথগ্রহণ অনুষ্ঠানই ভণ্ডুল হয়ে যায়৷
আরও পড়ুন: সুব্রতর সেই 'ছোকরা' এ কোন ভূমিকায়! একডালিয়ায় বাবুলের 'কীর্তি'তে অবাক সকলে
নতুন চেয়ারম্যান বাছাইয়ের জন্য শুরু হয় ভোটাভুটি৷ সেখানেই চেয়ারম্যান হিসেবে তৃণমূল কাউন্সিলর অদ্যুৎ মণ্ডলের নাম উঠে আসে৷ চেয়ারম্যান হিসেবে অদ্যুৎ মণ্ডলকে সমর্থন করেন দুই বিজেপি কাউন্সিলরও৷ শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে ভোটাভুটিতে জিতে খড়ার পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হন অদ্যুৎ মণ্ডলই৷
ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশিস হুদাইত বলেন, 'এই ঘটনা নিন্দনীয় এবং দলের শৃঙ্খলাভঙ্গের সমান৷ যাঁরা এই ঘটনা ঘটিয়েছে, তাঁদের বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে৷ দলই উপযুক্ত ব্যবস্থা নেবে৷'
Sukanta Chakraborty