TRENDING:

TMC: দলের পছন্দ খারিজ! বিজেপি-র সমর্থনে চেয়ারম্যান বাছাই, তুলকালাম খড়ার পুরসভায়

Last Updated:

কোন পুরসভার চেয়ারম্যান কে হবেন, সেই তালিকা তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্বের তরফে ঠিক করে দেওয়া হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঘাটাল: ভোটের সময় তৃণমূলের (TMC) অস্বস্তি বাড়িয়েছিলেন দলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীরা৷ এবার পুরসভার চেয়ারম্যান বাছাই নিয়েও শাসক দলের কোন্দল প্রকাশ্যে চলে এলো৷ এ দিনই পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) খড়ার পুরসভায় দলের মনোনীত প্রার্থীকে নাকচ করে দিয়ে ভোটাভুটির মাধ্যমে অন্য একজনকে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হল৷ পুরপ্রধান, উপপুরপ্রধান বাছাই নিয়ে কালনাতেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা৷
চেয়ারম্যান বাছাই ঘিরে উত্তেজনা খড়ারে৷
চেয়ারম্যান বাছাই ঘিরে উত্তেজনা খড়ারে৷
advertisement

কোন পুরসভার চেয়ারম্যান কে হবেন, সেই তালিকা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে ঠিক করে দেওয়া হয়েছিল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন, তৃণমূলের জেতা পুরসভাগুলিতে কোথায় কে চেয়ারম্যান হবেন, সেই তালিকা তিনি নিজে খতিয়ে দেখে নিয়েছেন৷

আরও পড়ুন: 'আমি নিরাপদ নই', প্রবল চাপের মুখে তোলপাড় অনুব্রত মণ্ডলের! গেল না দুশ্চিন্তাও

advertisement

খড়ার পুরসভায় তৃণমূলের তরফে সন্ন্যাসী দলুইকে চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছিল৷ কিন্তু সন্ন্যাসী দলুইকে চেয়ারম্যান হিসেবে মানতে চাননি তৃণমূল কর্মীদের একাংশ৷ তাঁদের বিক্ষোভের জেরে শপথগ্রহণ অনুষ্ঠানই ভণ্ডুল হয়ে যায়৷

আরও পড়ুন: সুব্রতর সেই 'ছোকরা' এ কোন ভূমিকায়! একডালিয়ায় বাবুলের 'কীর্তি'তে অবাক সকলে

নতুন চেয়ারম্যান বাছাইয়ের জন্য শুরু হয় ভোটাভুটি৷ সেখানেই চেয়ারম্যান হিসেবে তৃণমূল কাউন্সিলর অদ্যুৎ মণ্ডলের নাম উঠে আসে৷ চেয়ারম্যান হিসেবে অদ্যুৎ মণ্ডলকে সমর্থন করেন দুই বিজেপি কাউন্সিলরও৷ শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে ভোটাভুটিতে জিতে খড়ার পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হন অদ্যুৎ মণ্ডলই৷

advertisement

ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশিস হুদাইত বলেন, 'এই ঘটনা নিন্দনীয় এবং দলের শৃঙ্খলাভঙ্গের সমান৷ যাঁরা এই ঘটনা ঘটিয়েছে, তাঁদের বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে৷ দলই উপযুক্ত ব্যবস্থা নেবে৷'

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Sukanta Chakraborty

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: দলের পছন্দ খারিজ! বিজেপি-র সমর্থনে চেয়ারম্যান বাছাই, তুলকালাম খড়ার পুরসভায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল