আরও পড়ুন: শীতে ছাদ-বাগান ভরে উঠবে সালভিয়ায়, শুধু এইভাবে গাছের যত্ন নিন
পণ্যবাহী গাড়ির জন্য তিরোল গ্রাম পঞ্চায়েতে টোল চালু করা হয়েছে। কিন্তু এদিন পণ্যবাহী গাড়ির চালকেরা টোল দেওয়া না প্রশ্ন তোলেন। গাড়ি চালকেরা একজোট হয়ে তীব্র প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, জেলা পরিষদের রাস্তায় পঞ্চায়েতের টোল নেওয়ার অধিকার নেই।
advertisement
এই বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়, পঞ্চায়েত এলাকাটি ত্রিস্তরীয়। তাই জেলা পরিষদের রাস্তা হলেও পঞ্চায়েতি রক্ষণাবেক্ষণের খরচ তুলতে টোল নিচ্ছে। এই রাস্তার উপর দিয়ে প্রতিদিনই ভারী যানবাহন চলাচল করে। তাই পঞ্চায়েত থেকে মিটিং করে টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে ট্রাক্টর পিছু ১০০ টাকা এবং ওভারলোডের জন্য ২০০ টাকা ও আনলোডে ১০০ টাকা করে টোল নিচ্ছে পঞ্চায়েত।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে আরামবাগের বিডিও সুব্রত মালিক জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া যায় না বলে তিনি জানান। তাই পঞ্চায়েতকে সাময়িকভাবে টোল আদায় করতে নিষেধ করা হয়েছে।
শুভজিৎ ঘোষ