পাল্টা পুলিশের বিরুদ্ধেও বেপরোয়া লাঠি চার্জের অভিযোগ করেছেন সিপিএমের নেতা কর্মীরা। পুলিশের লাঠির আঘাতে তাঁদের দশ জন কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে সিপিএম নেতারাও অভিযোগ করেছেন।
আবাস যোজনায় ঘর বরাদ্দে দুর্নীতির অভিযোগ তুলে এ দিন নন্দকুমারে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দেয় জেলা সিপিএম নেতৃত্ব।
আরও পড়ুন: মুখ্য়মন্ত্রীকে তুমি বলে সম্বোধন, অপমান! শুভেন্দুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুণালের
advertisement
আগে থেকেই বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করায় বিডিও অফিসের গেট বন্ধ করে দেয় পুলিশ। যদিও গেটের তালা ভেঙে জোর করেই বিডিও অফিসের ভিতরে ঢুকে পড়েন সিপিএমের কর্মী, সমর্থকরা। যার জেরে ব্য়াপক উত্তেজনা তৈরি হয় বিডিও অফিস চত্বরে। এই সময়ই বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে তাঁদের ছোড়া ইটের আঘাতে চার জন পুলিশকর্মী আহত হন বলে অভিযোগ পুলিশের।
এর পাশাপাশি হলদিয়া- মেচেদা রাজ্য় সড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। অবরোধ তুলতে এবং বিডিও অফিস চত্বর থেকে বিক্ষোভকারীদের সরাতে পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ। মারমুখী পুলিশের সামনে পড়ে রণে ভঙ্গ দেন সিপিএমের কর্মী সমর্থকরা।
সিপিএম নেতৃত্বের অভিযোগ, পার্টি অফিসের ভিতরে ঢুকেও তাঁদের কর্মী সমর্থকদের লাঠি পেটা করে পুলিশ। যদিও সিপিএম নেতা, কর্মীরাই প্রথমে পুলিশকর্মীদের আক্রমণ করেন বলে অভিযোগ করেছেন নন্দকুমারের এসডিপিও। ঘটনায় সিপিএমের জেলা সম্পাদক সহ ১৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।