TRENDING:

Khardah boy murder: পুরুষ সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মা, দেখে ফেলায় খুন দশ বছরের ছেলে? খড়দহে ভাগাড়ে মিলল দেহ

Last Updated:

পুলিশ সূত্রে খবর, নিজের স্বামীর সঙ্গে থাকতেন না ওই নাবালকের মা৷ অন্য একজন ব্যক্তির সঙ্গে নিজের বাড়িতেই থাকতেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর ঘোষ, খড়দহ: মায়ের সঙ্গে তাঁর পুরুষ সঙ্গীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিয়েছিল দশ বছরের ছেলে৷ তার জেরেই খুন হতে হল নাবালককে? চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার খড়দহে৷
মায়ের পরকীয়া সম্পর্কের জন্য বলি দশ বছরের ছেলে? প্রতীকী ছবি৷
মায়ের পরকীয়া সম্পর্কের জন্য বলি দশ বছরের ছেলে? প্রতীকী ছবি৷
advertisement

ইতিমধ্যেই ওই নাবালককে খুনের অভিযোগে মৃতের মায়ের পুরুষ সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ৷ বিনোদ রাই নামে ওই অভিযুক্ত জেরায় ওই নাবালককে খুনের কথা স্বীকার করেছে বলেই পুলিশ সূত্রে খবর৷

গত ১৮ জানুয়ারি থেকে নিখোঁদ ছিল দশ বছরের ওই নাবালক৷ অভিযোগ, বাড়ির সামনে থেকেই তাকে অপহরণ করা হয়৷ সিসিটিভি-তে সেই ছবি ধরাও পড়ে৷ এ দিন সকালে খড়দহের ডাঙাপাড়া এলাকার ভাগাড় থেকে ওই নাবালকের দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় প্রথম থেকেই ওই নাবালকের মায়ের পুরুষ সঙ্গী বিনোদ রাইয়ের উপরে সন্দেহের তির ছিল পুলিশের৷ এ দিন নাবালকের দেহ উদ্ধারের পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: বাবাকে মারধর, খেতে না দিয়ে অত্যাচার! অপমানে আত্মঘাতী বৃদ্ধ, খড়দহে গ্রেফতার ছেলে

পুলিশ সূত্রে খবর, নিজের স্বামীর সঙ্গে থাকতেন না ওই নাবালকের মা৷ অন্য একজন ব্যক্তির সঙ্গে নিজের বাড়িতেই থাকতেন তিনি৷ এ নিয়ে ওই ব্যক্তির পরিবার নাবালকের মায়ের উপরেও ক্ষুব্ধ ছিল৷ সেই আক্রোশ থেকেই নাবালককে অপহরণ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রথম থেকেই সন্দিহান ছিল এলাকাবাসী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের কাজ ছেড়ে অন্যের প্রাণ বাঁচাতে তিন বন্ধুর নিঃস্বার্থ লড়াই! দেখলে অবাক হবেন
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, ধৃত বিনোদ রাই জেরায় স্বীকার করেছে, তার সঙ্গে নিজের মাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল ওই নাবালক৷ এ কথা নিজের বাবাকে জানিয়ে দেবে বলে জানিয়েছিল সে৷ তাই ওই নাবালকের মুখ বন্ধ করতেই অপহরণ করে নিজের প্রেমিকার ছেলেকে সে খুন করেছে বলে স্বীকার করে নিয়েছে অভিযুক্ত বিনোদ রাই৷ ওই নাবালকের মায়ের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khardah boy murder: পুরুষ সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মা, দেখে ফেলায় খুন দশ বছরের ছেলে? খড়দহে ভাগাড়ে মিলল দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল