ইতিমধ্যেই ওই নাবালককে খুনের অভিযোগে মৃতের মায়ের পুরুষ সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ৷ বিনোদ রাই নামে ওই অভিযুক্ত জেরায় ওই নাবালককে খুনের কথা স্বীকার করেছে বলেই পুলিশ সূত্রে খবর৷
গত ১৮ জানুয়ারি থেকে নিখোঁদ ছিল দশ বছরের ওই নাবালক৷ অভিযোগ, বাড়ির সামনে থেকেই তাকে অপহরণ করা হয়৷ সিসিটিভি-তে সেই ছবি ধরাও পড়ে৷ এ দিন সকালে খড়দহের ডাঙাপাড়া এলাকার ভাগাড় থেকে ওই নাবালকের দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় প্রথম থেকেই ওই নাবালকের মায়ের পুরুষ সঙ্গী বিনোদ রাইয়ের উপরে সন্দেহের তির ছিল পুলিশের৷ এ দিন নাবালকের দেহ উদ্ধারের পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
আরও পড়ুন: বাবাকে মারধর, খেতে না দিয়ে অত্যাচার! অপমানে আত্মঘাতী বৃদ্ধ, খড়দহে গ্রেফতার ছেলে
পুলিশ সূত্রে খবর, নিজের স্বামীর সঙ্গে থাকতেন না ওই নাবালকের মা৷ অন্য একজন ব্যক্তির সঙ্গে নিজের বাড়িতেই থাকতেন তিনি৷ এ নিয়ে ওই ব্যক্তির পরিবার নাবালকের মায়ের উপরেও ক্ষুব্ধ ছিল৷ সেই আক্রোশ থেকেই নাবালককে অপহরণ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রথম থেকেই সন্দিহান ছিল এলাকাবাসী৷
পুলিশ সূত্রে খবর, ধৃত বিনোদ রাই জেরায় স্বীকার করেছে, তার সঙ্গে নিজের মাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল ওই নাবালক৷ এ কথা নিজের বাবাকে জানিয়ে দেবে বলে জানিয়েছিল সে৷ তাই ওই নাবালকের মুখ বন্ধ করতেই অপহরণ করে নিজের প্রেমিকার ছেলেকে সে খুন করেছে বলে স্বীকার করে নিয়েছে অভিযুক্ত বিনোদ রাই৷ ওই নাবালকের মায়ের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ৷