কখনও সাইকেলের উপর দাঁড়িয়ে বা ক্যারিয়ারে বসে সামনের চাকা শূন্যে ভাসিয়ে অনায়াসে ছুটে চলেছেন। এছাড়াও সাইকেল স্টান্টের বিভিন্ন কৌশল তারা রপ্ত করে ফেলেছে। হেলমেট, নি গার্ড, ফিঙ্গার গার্ড সহ অন্যান্য প্রটেকশন নিয়ে সাবধানতা অবলম্বন করে তারা সাইকেল স্টান্ট করে আসছে। মাত্র ছ’মাসের মধ্যে তারা এত কিছু শিখে ফেলেছে। বিকেল হলেই বন্ধুরা মিলে সাইকেল নিয়ে স্কুল মাঠে প্র্যাকটিস। তারপরে শিক্ষকের হাত ধরে প্রশিক্ষণ নেওয়া। এভাবেই তারা প্রতিদিন সাইকেল স্ট্যান্টের প্র্যাকটিস করে।
advertisement
আরও পড়ুন: ল্যাংড়া থেকে সারেঙ্গা! কি না নেই, এক বাগানে ১০১ রকমের আম! জানেন কোথায় রয়েছে এমন আমবাগান
এখন তারা রাস্তায় সাইকেল চালিয়ে মানুষের মন জয় করেছেন। যা দেখতে রীতিমত সাধারণ মানুষের ভিড় হচ্ছে রাস্তার দু’পাশে। এমনকি পথ চলতি মানুষও কিশোরদের সাইকেল স্টান্ট দেখে মুগ্ধ। শুধুমাত্র মানুষকে বিনোদন দিতে এই উদ্যোগ বলে তারা জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই কিশোররা জানাচ্ছেন, ইউটিউব দেখে তারা অনুপ্রাণিত হয়ে, সাইকেল স্টান্ট শেখার উৎসাহ পায়। তবে তারা খুব সাবধানে সাইকেল স্টান্ট শিখছে। এই ভিডিও দেখার পর কেউ যাতে বাড়িতে প্র্যাকটিস না করে তার জন্য তারা বিশেষ ভাবে অনুরোধ করেছেন। কারো শেখার ইচ্ছা থাকলে অবশ্যই তারা যেন প্রশিক্ষক ধরে শেখে সেই অনুরোধ করেছেন।
কৌশিক অধিকারী





